Dish TV

Dish TV: লাগবে না কোনো রিচার্জ! বিন্দাস চলবে টিভি চ্যানেল, Free Dish বসাচ্ছে সরকার!

নিউজশর্ট ডেস্কঃ এবার Dish TV নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। গ্রাহকদের প্রত্যেক মাসে এই ডিশ টিভি রিচার্জ করার ক্ষেত্রে নানা রকমের সমস্যা দেখা যায়। এই বিষয়েই প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প সামনে এসেছে।

এই প্রকল্পের মাধ্যমে সরকারের তরফ থেকে Free Dish Connection-এর বিকল্প উপলব্ধ করা হয়েছে। যার ফলে আপনি খুব সহজে এটি বাড়িতে ইন্সটল করতে পারবেন। এর জন্য কোন রকমের রিচার্জ করার প্রয়োজন নেই।
এই Free Dish DTH পরিষেবার বিকল্পটি DD-র তরফ থেকে দেওয়া হচ্ছে। এটি একটি পাবলিক সার্ভিস ব্রডকাস্ট। যেটি প্রসার ভারতী দ্বারা সরবরাহ করা হয়। এটি ২০০৪ সালে তৈরি হয়েছিল।

এই পরিষেবা নেওয়ার পরে গ্রাহককে ফ্রি-টু-এয়ার ডাইরেক্ট-টু-হোম দেওয়া হবে। যার মানে হল আপনাকে প্রত্যেক মাসে আর আলাদা করে রিচার্জ করার কোন চিন্তা করতে হবে না। এর পাশাপাশি এখানে একবার বিনিয়োগ করলে খুব সহজে ইন্সটল করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে ২০০০ টাকা। এরপর আর কোন রিচার্জের ঝামেলা থাকবে না। আপনি এখানে সব সময় বিনামূল্যে টিভি চ্যানেল দেখতে পাবেন। এছাড়া এক্ষেত্রে কমপ্লেক্স সাইজের এন্টেনা ও পাওয়া যাচ্ছে। এটি একটি বিশাল DTH প্ল্যাটফর্ম।

আরও পড়ুন: Mutual Fund: প্রতি মাসে SIP-তে টাকা জমাচ্ছেন! এক মাস দিতে না পারলে কত জরিমানা হবে জানেন তো?

কিভাবে এর জন্য আবেদন করবেন?
Dish TV-এর জন্য যোগাযোগের ক্ষেত্রে দুটো নম্বর দেওয়া হয়েছে। এই নম্বরগুলো হল ১৮০০১১৪৫৫৪, ০১১-২৫৮০৬২০০। এই নম্বরগুলোতে গ্রাহকেরা যোগাযোগ করলে সমস্ত তথ্য পেয়ে যাবেন। এর পাশাপাশি স্থানীয় কেবল অপারেটরের সঙ্গে যোগাযোগ করেও আবেদন করা যাবে।

এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এই পরিষেবা নেওয়ার আগে টিভি অবশ্যই থাকতে হবে। এর জন্য আলাদা কোন চার্জ নেওয়া হবে না। প্রত্যেক মাসে রিচার্জ করার কোন ঝামেলা থাকবে না। তবে এখানে শুধুমাত্র নির্বাচিত চ্যানেল দেখা যাবে। আপনার বিশেষ কিছু চ্যানেল দেখার ক্ষেত্রে অর্থ প্রদান করতে হবে।

Papiya Paul

X