করোনার সময় দীর্ঘ দিন লকডাউন থাকার ফলে বাস-ট্রেন না চলার জন্য অনেকেই বাইক, গাড়ি কিনেছেন। আর এই বাইক, গাড়ি কেনার জন্য অবশ্যই প্রয়োজন ড্রাইভিং লাইসেন্সের। এটি না থাকলে তো আর সাধের গাড়ি নিয়ে বাইরে বেরোনো যাবেনা। কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে দিতে হবে লম্বা লাইন। তবে এবার আপনাকে আর লাইনে দাঁড়াতে হবে না। ঘরে বসেই পেয়ে যেতে পারেন ড্রাইভিং লাইসেন্স। এক্ষেত্রে কি করতে হবে? চলুন জেনে নেওয়া যাক বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন।
১) প্রথমে আপনাকে https://parivahan.gov.in/parivahan/ ওয়েবসাইট খুলে লার্নার অথবা স্থায়ী ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যেটি প্রয়োজন, সেটি বেছে নিতে হবে।
২) এরপর আপনার রাজ্য সিলেক্ট করে ড্রাইভিং লাইসেন্স প্রয়োগ করার বিকল্পটি সিলেক্ট করতে হবে।
৩) এবার আপনার মোবাইল নম্বর লিখুন এবং আপনার মোবাইলে আসা একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) আসবে, সেটা দিয়ে দিন।
৪) এরপরে “Authenticate with Sarathi” অপশনে ক্লিক করুন।
৫) এতে ক্লিক করার পরে আপনার লার্নিং লাইসেন্স নম্বর এবং আপনার জন্ম তারিখ দিতে হবে এবং সেটি ক্লিক করতে হবে।
৬) এবার একটি নতুন পেজ খুললে আপনাকে পেজটির নিচে নেমে গাড়ির ধরণ বেছে নিতে হবে। অর্থাৎ দুই চাকার জন্য লাইসেন্স পেতে চান নাকি চার চাকার জন্যও লাইসেন্স করতে চান সেটা সিলেক্ট করতে হবে।
৭) তারপর আপনাকে আবেদন ফর্ম 1 (ফিটনেস সার্টিফিকেট) ডাউনলোড করতে হবে এবং ফর্ম 1A (মেডিকেল সার্টিফিকেট) ডাউনলোড করতে হবে।
৮) এবারে আপনাকে পরীক্ষা দেবার জন্য একটি স্লট বুক করতে হবে। এই স্লট বুক করার জন্য আপনার লার্নিং লাইসেন্স নম্বরটি এবং জন্ম তারিখ এবং একটি ক্যাপচা কোড পূরণ করে জমা দিতে হবে।
৯) এবার “Proceed to book”-এ ক্লিক করলে পরীক্ষার তারিখ ও সময় দেখতে পাবেন। এবারে আপনি আপনার সুবিধা অনুযায়ী দিন এবং সময় নির্বাচন করে নিতে পারেন। এরপরেই আপনার মোবাইলে আসা সিকিউরিটি কোডটি পূরণ করে জমা দিতে হবে।
১০) এগুলি করা হয়ে গেলে আপনার কাছে একটি PDF আসবে। যেখানে আপনি আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন। এটি আপনার সাথে রাখুন এবং আপনাকে পরীক্ষার সময় এটি সঙ্গে নিয়ে যেতে হবে।
১১) তারপরে আবেদন নম্বর এবং জন্ম তারিখ পূরণ করে ফি জমা দেওয়ার জন্য ক্লিক করতে হবে। এখন এখানে আপনাকে অনলাইনে ফি দিতে হবে।
১২) ফি জমা হয়ে গেলে আপনাকে নির্ধারিত তারিখে RTO অফিসে আবেদনপত্র, ফর্ম 1, ফর্ম 1A এবং পেমেন্ট স্লিপ নিয়ে যেতে হবে। এখানে পরীক্ষা দিয়ে পাস করার পরই আপনার ড্রাইভিং লাইসেন্স বাড়িতে পৌঁছে যাবে।
এতে আপনার লাইন দাঁড়িয়ে সময় নষ্ট হল না। বাড়িতে বসেই সবটা করতে পারলেন। শুধুমাত্র পরীক্ষা দেবার জন্য আপনাকে যেতে হবে।