Investment

Papiya Paul

Investment: বুড়ো বয়সে থাকুন টেনশন ফ্রি, এইভাবে টাকা ইনভেস্ট করুন, ফুলে ফেঁপে থাকবে ব্যাঙ্ক-ব্যালেন্স

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে বহু মানুষ অবসরের পর কিভাবে মোটা টাকা মিলবে তার জন্য চেষ্টা করে থাকেন। এক্ষেত্রে এখন বিনিয়োগের(Investment) জন্য মিউচুয়াল ফান্ড এবং ন্যাশনাল পেনশন স্কিম দুটোই বেশ জনপ্রিয় হয়েছে। বহু মানুষ অর্থ বিনিয়োগের জন্য এই দুটি স্কিম বেছে নিয়েছেন। তবে একজন সাধারন বিনিয়োগকারীর ক্ষেত্রে কোনটাতে বিনিয়োগ করলে মোটা টাকা রিটার্ন আসবে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো।

   

ন্যাশনাল পেনশন স্কিমে অর্থ বিনিয়োগ করতে হলে অবসরকালীন বিনিয়োগকারীদের জন্য এটি একদম পারফেক্ট। এর কারণ হলো এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আবার অন্যদিকে মিউচুয়াল ফান্ড হলো আরেকটি বিনিয়োগ মাধ্যম। এক্ষেত্রে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। তবে এখানে ট্যাক্সের দিকটিও মাথায় রাখতে হবে।

এনপিএস বিনিয়োগের ক্ষেত্রে অনেক বেশি ভারসাম্য বজায় রাখে। তার কারণ এটি মূলত ইক্যুইটি, কর্পোরেট বা সরকারি সিকিউরিটিতে বেশি বিনিয়োগ করে। ফলে এটাতে মার্কেট ওঠানামার উপরে ভয় এবং ঝুঁকি অনেক কম থাকে। মিউচুয়াল ফান্ড শেয়ারে বিনিয়োগ করে তাই এখানে ঝুঁকি অনেকটাই বেশি রয়েছে।

Investment

আরও পড়ুন: Savings Account: শুধু টাকা জমালেই হবে না, সেভিংস অ্যাকাউন্ট-র এই ৪ টি নিয়ম না জানলে পড়বেন ফ্যাসাদে

যে সকল গ্রাহকেরা ঝুঁকি এড়িয়ে যেতে চান তাদের জন্য মিউচুয়াল ফান্ডের পরিবর্তে এনপিএসি বেশি কার্যকর এবং লাভবান হয়ে ওঠে। এনপিএস-এ বিনিয়োগকারীদের ইনকাম ট্যাক্স-এর সেকশন ৮০ সিসিডি ১বি-এর অতিরিক্ত ৫০০০০ টাকা ছাড় দেওয়া হয়। আবার কেবলমাত্র ইকুইটি লিংকড সেভিংস স্কিমের মিউচুয়াল ফান্ডগুলোতে ইনকাম ট্যাক্স ছাড় দেওয়া হয়। একটা বিষয় মাথায় রাখতে হবে যে মিউচুয়াল ফান্ডে ঝুঁকি যেহেতু বেশি তাই এখানে রিটার্ন বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে।