NPS

Papiya Paul

NPS: এবার NPS-র নিয়মেও বিরাট পরিবর্তন! আপনার অ্যাকাউন্ট থাকলে অবশ্যই সবকিছু জেনে নিন

নিউজশর্ট ডেস্ক: এবার ন্যাশনাল পেনশন স্কিম(NPS) POP চার্জ কাঠামো পরিবর্তন করেছে। পেনশন ফান্ড রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি এবার পয়েন্ট অফ প্রেসেন্সর চার্জের কাঠামোর পরিবর্তন করেছে। এই পয়েন্ট অফ প্রেসেন্স চার্জ গঠন সংক্রান্ত নিয়োগ পরিবর্তনের একটি সার্কুলার ইতিমধ্যে জারি করেছে NPS।

   

আসলে এই POP গ্রাহকের জন্য এনপিএস একাউন্ট খোলা এবং সেই অ্যাকাউন্ট পরিচালনার সমস্ত কাজ করে থাকে। PERDA তাদেরকে নিয়ন্ত্রণ করে থাকে। এই POP শাখা নেটওয়ার্ককে আবার POP-SP বলা হয়। এর মাধ্যমেই গ্রাহক এবং NPS একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে থাকে। তবে গ্রাহকের এই পরিষেবা প্রদানের মাধ্যমে POP SP কিছু চার্জ গ্রহণ করে।

আগে যে চার্জ নেওয়া হতো সেই চার্জে কোন সীমা ছিল না। গ্রাহকেরাও দরকষাকষি করতেন। তবে এবার এই চার্জের সর্বনিম্ন এবং সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে। যার ফলে গ্রাহকেরা ও আর কোন রকমের দরকষাকষি করতে পারবেন না। একজন ব্যক্তি যদি এই এনপিএস-এ প্রাথমিক নিবন্ধন করে থাকেন তাহলে তাকে POP-এ ২০০ থেকে ৪০০ টাকা চার্জ দিতে হবে।

আরও পড়ুন: Home Loan: আপনারও হবে নিজের বাড়ি! এত কম বেতনেও হোম লোন দিচ্ছে Yes Bank, সুযোগ হাতছাড়া করলেই লস

তবে এই চার্জ ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে হবে। এছাড়া সমস্ত অ-আর্থিক লেনদেনের ক্ষেত্রে চার্জ ৩০ টাকা নেওয়া হবে যেটি স্থির থাকবে। বিনিয়োগ করা হলে ৬০ বছর পূর্ণ হওয়ার পর আপনার বিনিয়োগের অর্থের একটা অংশ আপনি পাবেন এবং বাকি অংশ পেনশন হিসেবে পাবেন।

NPS সুবিধা প্রায় সব ব্যাংকেই প্রদান করে থাকে। অবসর গ্রহণের পর কিংবা সাত বছর বয়স হওয়ার পরেই বিমা সংস্থাগুলো এই পরিমাণ বার্ষিকী ক্রয় করতে হবে এবং তার থেকে আপনি পেনশন গ্রহণ করতে পারবেন। আর এই স্কিমে বিনিয়োগের জন্য আপনার বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।