‘ভারতের মাটি বুলেট ট্রেন চালানোর উপযুক্ত নয়’, বিজেপিকে ‘বিজ্ঞান’ সম্পর্কে জ্ঞান দিলেন নুসরাত

নুসরাত জাহান(Nusrat Jahan) টলিউডের বিতর্কিত নায়িকাদের তালিকাতে সবার প্রথমে তার নাম থাকবে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয় জগত এমনকি তার রাজনীতি নিয়ে মাঝেমধ্যে বিতর্ক শুরু হয়। এইবারও এমনটাই হয়েছে। ভারতের মাটিতে বুলেট ট্রেন চালানো সম্ভব নয়, সংসদে দাঁড়িয়ে উঁচু গলায় এমনটাই দাবি করেছেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। ভারতে বুলেট ট্রেন চালানো নিয়ে কেন্দ্রের প্রস্তাবের বিরুদ্ধে গিয়ে এমনটাই দাবি করেছেন অভিনেত্রী।

আর এই নিয়ে ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সংসদে দাঁড়িয়ে অভিনেত্রী বলেন, কেন্দ্রীয় সরকার জাপানের মত ভারতীয় বুলেট ট্রেন করিডর বানাতে চায়। অথচ ভারতের মাটিতে বুলেট ট্রেন চালানো সম্ভব নয়। কারণ দেশের মাটি এই ট্রেনের ভার সইতে পারবে না। অর্থাৎ ভারতের মাটি বুলেট ট্রেন চালানোর জন্য উপযুক্ত নয়।

আর এই বক্তব্যের পর তৃণমূল সাংসদের মন্তব্যের বিরোধিতা করে রেলমন্ত্রী বলেন, ‘এটা সত্যিই অত্যন্ত লজ্জার কথা। যারা মা-মাটি-মানুষের কথা বলেন, তারা মায়ের উপরে ভরসা করে না, মাটির উপরে ভরসা করে না। যারা এটা বলে দেশের মাটিতে বুলেট ট্রেন চলতে পারবে না তাদের সত্যিই লজ্জা হওয়া উচিত। আমাদের প্রত্যেকের উচিত নিজেদের ইঞ্জিনিয়ারদের ক্ষমতার ওপর ভরসা রাখা। আর কতদিন আমরা বিদেশিদের উপরে ভরসা করে থাকবো?’

সম্প্রতি এই তর্কাতর্কির ভিডিও গেরুয়া শিবিরের তরফ থেকে শেয়ার করা হয়েছে। তবে এর পরেও থামেননি নুসরাত। তিনি আবার পাল্টা ভিডিওটি শেয়ার করে লিখেছেন, জাপানের মতো ভারতেও বুলেট ট্রেন চালানোর স্বপ্নটা দেশের জন‍্য ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয়। ভারতের মাটিতে এই ধরনের ট্রেনের ট্র‍্যাক পাতা সম্ভব নয়। এটা বিজ্ঞান। পথসভায় ব‍ক্তৃতা দেওয়া হয় না।’

Papiya Paul

X