অক্টোবর মাস আসতেই পশ্চিমবঙ্গের রেশন কার্ড ধারকদের জন্য রয়েছে সুখবর। প্রতি বছরের মতো এবারও উৎসবের মাসে অতিরিক্ত রেশন (Ration) প্রদান করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর। চলতি মাসে প্রত্যেক রেশন কার্ডধারীকে নির্দিষ্ট পরিমাণে বিনামূল্যে রেশন সামগ্রী (Ration Items) দেওয়া হবে। যাঁরা পুজোর আগেই রেশন তুলতে চান, তাঁদের জন্য বিশেষ ঘোষণা হয়েছে। এক নজরে দেখে নিন কোন কার্ডে কত পরিমাণ রেশন সামগ্রী পাবেন।
অক্টোবর ২০২৪ রেশন সামগ্রী তালিকা (October Ration Items List)
প্রতি মাসের মতো অক্টোবর মাসেও রেশন কার্ডধারীদের জন্য নির্দিষ্ট পরিমাণ রেশন বরাদ্দ করা হয়েছে। এবার পুজোর কারণে অনেকের জন্য অতিরিক্ত রেশনও দেওয়া হবে। নীচে বিস্তারিত তালিকা দেওয়া হল।
অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড (Antyodaya Anna Yojana)
এই কার্ডধারীরা সবচেয়ে বেশি রেশন পাবেন। এই কার্ড থাকলে গ্রাহকেরা মাথাপিছু ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গম ও ১ কেজি চিনি পাবেন। তবে চাইলে গমের বদলে ১৪ কেজি আটা বা চাল ও নিয়ে নিতে পারেন। এই কার্ডের ক্ষেত্রেই শুধু চিনি দেওয়া হয়। বাকি কার্ডে চিনি দেওয়া হয় না।
স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড (SPHH) এবং প্রায়োরিটি হাউস হোল্ড (PHH) কার্ড
এই দুটি কার্ডধারীরা পুজোর মাসে পাবেন কার্ড প্রতি ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গম বা ২ কেজি আটা। এমনকি চাইলে গমের বদলে চালও নিয়ে নিতে পারেন তবে সেটা রেশন দোকানের সাথে কথা বলে নিতে হবে। যদি চাল মজুত থাকে তবেই নেওয়া যাবে।
রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা (RKSY – 1 এবং RKSY – 2)
RKSY-১ এবং RKSY-২ কার্ডধারীদের আগে ৫ কেজি চাল দেওয়া হতো, তবে সম্প্রতি সেই সুবিধা বন্ধ করা হয়েছে। বর্তমানে এই কার্ডধারীরা পাবেন মাথাপিছু ২ কেজি চাল বিনামূল্যে। এছাড়া গম বা অন্য কোনো সামগ্রী দেওয়া হয় না এই কার্ডের গ্রাহকদের।
রেশন পাওয়ার জন্য কিছু বিশেষ নিয়ম
পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর রেশন সামগ্রী বিতরণের ক্ষেত্রে কিছু নতুন নিয়ম চালু করেছে। এখন থেকে প্রত্যেক রেশন কার্ড উপভোক্তাকে তাঁদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস (SMS) করে জানিয়ে দেওয়া হবে, কোন মাসে কত পরিমাণ রেশন সামগ্রী পাওয়া যাবে। বিশেষ করে পুজোর মাসে রেশন গ্রাহকদের জন্য এই সুবিধা চালু হয়েছে।
রেশন বিতরণের নতুন নির্দেশনা
সাম্প্রতিক সময়ে রাজ্যজুড়ে কিছু অসাধু রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে তাঁরা সঠিক পরিমাণে রেশন দিচ্ছেন না। তাই রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। এখন প্রত্যেক রেশন গ্রাহক রেশন তোলার আগে, এসএমএস-এর মাধ্যমে নিশ্চিত হয়ে নিতে পারবেন যে তাঁরা কতটুকু রেশন সামগ্রী পাবেন। যদি কোনো অসঙ্গতি লক্ষ্য করেন, তবে অবিলম্বে স্থানীয় খাদ্য দপ্তরে অভিযোগ জানাতে হবে।
উৎসবের আগে বিশেষ রেশন ঘোষণা
পুজোর মাসে পশ্চিমবঙ্গের অনেক অঞ্চলে অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। বিশেষত, যাঁরা অন্ত্যোদয় অন্ন যোজনা এবং PHH কার্ডধারী, তাঁদের অতিরিক্ত চাল ও গম দেওয়া হবে। তাছাড়া অক্টোবর মাসের রেশন বিতরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে উৎসবের আগেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি রেশন কার্ডধারী তাঁদের নির্দিষ্ট পরিমাণ রেশন সামগ্রী পেয়ে যাবেন। তাই রেশন তুলতে যাওয়ার আগে অবশ্যই রেশন সামগ্রীর তালিকা দেখে নিন এবং SMS এ রেশনের পরিমাণ দেখেও নিশ্চিত হতে পারেন।