ইয়াসে বিধ্বস্ত হয়েও করোনা আক্রান্ত রাজ্যে অক্সিজেন সাপ্লাই করছে ওড়িশা

গতকাল ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে দেখেছে পশ্চিমবঙ্গবাসী। ইয়াসের তাণ্ডবে পশ্চিমবঙ্গের বেশকিছু জেলা লন্ডভন্ড হয়ে গিয়েছে। তবে পশ্চিমবঙ্গের থেকে আরও অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাশের রাজ্য ওড়িশায়। ইয়াসের তাণ্ডবে ওড়িশার বেশ কয়েকটি জেলা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে এই কঠিন পরিস্থিতিতেও মানবিক ওড়িশা সরকার। প্রথমত ওড়িশা সরকার খুব ভালোভাবেই ইয়াস মোকাবেলা করেছে। তবে ইয়াসের কারণে রাজ্যের পরিস্থিতি খারাপ হওয়ার সত্ত্বেও অন্য রাজ্য গুলিকে তাদের প্রয়োজন অনুসারে এখনো পর্যন্ত অক্সিজেন সাপ্লাই করছে নবীন পট্টনায়ক এর সরকার। যেখানে পার্শ্ববর্তী রাজ্য গুলির ওড়িশাকে সাহায্য করার কথা সেখানে ওড়িশাই এখনও পর্যন্ত তার পাশাপাশি রাজ্যগুলিতে অক্সিজেন সাপ্লাই করে সাহায্য করছে।

Avatar

Koushik Dutta

X