Dooars

Dooars: আর দার্জিলিং নয়, এই পাহাড়ি লোকেশনে ঘুরতে গেলে পাক্কা মন ভালো হবে, খরচ অনেক কম

নিউজশর্ট ডেস্কঃ উত্তরবঙ্গ মানেই শুধু দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং নয়। এছাড়া এমন অনেক জায়গা রয়েছে, যেখানে একবার গেলে আর ফিরতে মন চাইবে না আপনার। এখানে একদিকে যেমন আকাশ ছুঁইছুঁই পাহাড় রয়েছে ঠিক তেমনি এখানে ঝরনার গা বেয়ে নেমে আসছে নদী।

আজকের এই প্রতিবেদনে পাহাড়ের এক অজানা লোকেশন সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই  গরমে ঘুরতে যেতে চাইলে আপনার সেরা ঠিকানা হবে ডুয়ার্সের(Dooars) সুনতালেখোলা(Suntalekhola)। মাত্র ৫ দিন সময় হলেই চলে যেতে পারবেন এই সুন্দর জায়গাতে।

এখানে চারপাশে চা বাগান, মাঝখানে রয়েছে সুন্দর রাস্তা। নিরিবিলি শান্ত পরিবেশ, এখানের ঠান্ডা আমেজ শিরশিরানি ফিলিং নিয়ে আসবে। এখানে গেলেই শুনতে পাবেন পাখিদের কিচিরমিচির শব্দ। সমুদ্রপৃষ্ঠ থেকে এই জায়গার উচ্চতা প্রায় ৩০০০ ফুটের বেশি। এই জায়গাতে রয়েছে মূর্তি নদী।

আরও পড়ুন: How to Become Rich: ২৫ হাজার টাকা বেতনেও কিভাবে হবেন ১ কোটির মালিক? জানুন দারুন ট্রিকস

এই নদীর উপরে আছে একটা ঝুলন্ত সেতু, এখানে নদীর দুই পাড়ের দূরত্বকে ধরে রেখেছে এই সেতু। এই জায়গা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে রয়েছে রকি আইল্যান্ড। গাড়ি বুক করে সেখান থেকেও ঘুরে আসতে পারেন। আর আপনার যদি হাঁটাহাঁটি ইচ্ছে ভালো থাকে তাহলে সেখান থেকে গাইড নিয়ে নাগাবালি চলে যেতে পারেন।

এখানে প্রত্যেক ঋতুতে এই জায়গার এক আলাদা রকমের সৌন্দর্য রয়েছে। বর্ষাকালের সৌন্দর্য সবথেকে বেশি সুন্দর। তাই বর্ষাকালে গেলে এই জায়গা আপনার মন ভোলাতে বাধ্য। আবার ঝাউ, অর্জুন, কমলালেবু গাছেদের আবার আলাদা সৌন্দর্য ফুটে ওঠে শীতকালে। তাই আর দেরি না করে ব্যাকপ্যাক গুছিয়ে বেরিয়ে পড়ুন সুন্দরী সুনতালেখোলার উদ্দেশ্যে। একেবারে পারফেক্ট হলিডে ডেস্টিনেশন হবে আপনার।

Avatar

Papiya Paul

X