Travel

পাহাড়ে যাবেন, কিন্তু বাজেট কম? নো টেনশন, মাত্র ১৫০০ টাকায় ঘুরে আসুন এই পাহাড়ি গ্রাম 

নিউজ শর্ট ডেস্ক: বাঙালি মানেই প্রায় বছরভর পায়ের তলায় সর্ষে। রোজকার ব্যস্ত জীবন থেকে ছুটি পেলেই বাক্স প্যাটরা গুছিয়ে সবাই বেরিয়ে পড়েন প্রকৃতির টানে। যার শীতকাল পড়লেই মন যেন ঘরে বসে না কিছুতেই। তবে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে একেক জন মানুষের একেক ধরনের পছন্দ। তাই কারও পছন্দ পাহাড় (Hill Station) তো কারও সমুদ্র। আবার কারও পছন্দ ঘন জঙ্গল। কিন্তু মুশকিল হয়ে দাঁড়ায় ছুটি আর বাজেট।

বিশেষ করে পাহাড়ি এলাকায় ঘুরতে গেলে বেশ কিছুদিন ছুটি তো লাগেই। কিন্তু কাজের অতিরিক্ত চাপ থাক থাকায় হঠাৎ করে বেশি দিনের ছুটি পাওয়া এক কথায় অসম্ভব হয়ে দাঁড়ায়। পকেটটাও কিন্তু ফাঁকা হয় বেশ ভালোই । তাই আজকের প্রতিবেদনে আপনাদের জন্য থাকছে পাহাড়ের কোলে মাত্র খুবই কম দিনে কম বাজেটে ঘুরে আসার জন্য একেবারে আদর্শ একটি ফার্ম স্টে-র হদিশ।

যার নাম চেংগা ফার্ম স্টে (Chenga Farm Stay)। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ের কোলে সুন্দর সময় কাটানো যায় এই গ্রামে। তবেএই সুন্দর পাহাড়ি গ্রামটি কিন্তু  দার্জিলিং-এ  নয়। শিলিগুড়ি থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে পানিঘাটা অঞ্চলের সাইনগরেই রয়েছে চেংগা বস্তি। এই বস্তির নামেই গড়ে উঠেছে ফার্ম স্টে। যা  এখন পাহাড় প্রেমীদেরও দারুন  পছন্দের একটি জায়গা  হয়ে উঠেছে এই গ্রাম।

চেংগা ফার্ম স্টে,Chenga Farm Stay,শিলিগুড়ি,Shiliguri,অফবিট,Offbeat,ভ্রমণ,Travel,Bengali Khobor,Bangla,Bengali

এই ফার্মস্টের ম্যানেজার সুনীল মিঞ্জ জানিয়েছেন , ‘শিলিগুড়ি থেকে খুব কাছেই এই ফার্মস স্টে। বাইক স্কুটি কিংবা পার্সোনাল গাড়ি নিয়ে এখানে খুব সহজেই চলে আসা যায়। তবে এখানে থাকতে গেলে আগেভাগে বুকিং করে আসতে হবে। সেই অনুযায়ী সমস্ত রকম ব্যবস্থা করে রাখা হয়।’ এছাড়াও ঘুরতে আসা পর্যটকরাও একবাক্যে স্বীকার করে নিয়েছেন জায়গাটা খুবই সুন্দর আর খুবই শান্ত নির্জন পরিবেশ।

আরও পড়ুন: বেঙ্গল টপার হওয়ার জন্য দুটো বর-বউ লাগে না! ‘জগদ্ধাত্রী’র প্রশংসায় পঞ্চমুখ দর্শক

চেংগা ফার্ম স্টে,Chenga Farm Stay,শিলিগুড়ি,Shiliguri,অফবিট,Offbeat,ভ্রমণ,Travel,Bengali Khobor,Bangla,Bengali

তাই এবার এই চেংগা ফার্ম স্টে-ই  হতে পারে আপনার বড়দিন কিংবা নতুন বছর উদযাপনের সেরা ঠিকানা। এই সুন্দর ফার্মস্টের মধ্যেই রয়েছে বাঁশের তৈরি সুন্দর কটেজ।এখানকার  সবুজ আর আশেপাশের পাহাড়দেখলেই নিমেষে দূর হবে সমস্ত ক্লান্তি। শুনতে পাবেন পাখির কোলাহলও। এখানে এমনই প্রকৃতির সৌন্দর্য্য দেখলেই চোখ জুড়িয়ে যায়। কটেজগুলিতে ক্যাম্পিংয়ের সুব্যবস্থা যেমন রয়েছে। তেমনই রয়েছে অর্গানিক খাবার দাবার ও সুইমিং পুলের ব্যবস্থা। তাছাড়া উপরি পাওনা রাতের বার-বি-কিউ। আর জানলে অবাক হবেন এত সুন্দর পরিষেবার জন্য খরচ হবে মাত্র ১৫০০ টাকা।

Avatar

anita

X