North Bengal Offbeat hill Station Samsing

Partha

গরমকে বাইবাই বলে চলুন প্রকৃতির কোলে, রইল স্বপ্নের মত সুন্দর এক পাহাড়ে গ্রামের হদিশ

নিউজশর্ট ডেস্কঃ বাঙালির প্রিয় জিনিসের মধ্যে একটি যদি হয় ভোজন তো আরেকটি ভ্রমণ (Travel)। বিশেষ করে পশ্চিমবঙ্গে গরম পড়লেই পাহাড়ে ঘুরতে যাওয়ার হিড়িক পড়ে যায়। তবে সবার কি আর ভিড়ে গাদাগাদি ভালো লাগে! অনেকেই খোঁজেন একটু ফাঁকা অফবিট জায়গা, আজ এমনই একটি পাহাড়ি অফবিট ডেস্টিনেশনের (Offbeal Hill Station) হদিশ রইল আপনাদের জন্য।

   

আজ যে জায়গার কথা বলব সেটা হল সামসিং (Samsing)। জলপাইগুড়ি আর দার্জিলিংয়ের সীমানদের ছোট্ট একটি গ্রাম সামসিং। তবে সৌন্দর্যের নিরিখে এই পাহাড়ি গ্রাম কিন্তু সত্যিই অতুলনীয়। চা বাগান থেকে জঙ্গল, পাহাড় সবকিছুই পেয়ে যাবেন সামসিংয়ে।

অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রাম সামসিং 

দার্জিলিং যাওয়া মানেই বাঙালির মনে আসে চা বাগান দেখার কথা। সামসিংয়ে চা বাগান তো আছেই সাথে রয়েছে একাধিক পিকনিক স্পট, হ্রদ, জঙ্গল। আর সবচেয়ে ভালো যেটা সেটা হল আকাশ পরিষ্কার থাকলে এখন থেকেই দেখা মিলতে পারে ভুটানের বরফাবৃত পাহাড়ের। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সামসিং পৌঁছাবেন ও কোথায় থাকবেন?

North Bengal offbeat destination Samsing

কিভাবে সামসিং পৌঁছাবেন?

সামসিং পৌঁছানোর জন্য প্রথমেই আপনাকে শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়িগামী কোনো ট্রেনে উঠে পড়তে। হবে এরপর সেখান থেকে শেয়ার বা প্রাইভেট গাড়ি করে পৌঁছে যেতে পারেন সামসিং। শিলিগুড়ি থেকে সামসিং গাড়িতে যেতে ওমর লাগতে পারে ৩ ঘন্টা।

সামসিংয়ে ঘোরার ও দেখার জায়গা 

যে কোনো অফবিট পাহাড়ি গ্রামের মত সবুজে ঘেরা সামসিং মন জুড়িয়ে দেওয়ার মত সুন্দর। এছাড়াও মাত্র ১৮ কিমি দূরেই আছে নেওড়া ভ্যালি পার্ক। যেখানে এত ঘন জঙ্গল রয়েছে যে সূর্যের আলো ঢুকতে পারে না। আপনি যদি ট্রেকিং করতে চান তাহলে সামসিং কিন্তু একেবারে পারফেক্ট হলিডে ডেস্টিনেশন হতেই পারে।

Places to stay in Samsing

সামসিং এ থাকার জায়গা 

সামসিংয়ে যদি আপনি হোটেলে থাকতে চান তাহলে সামসিং ফরেস্ট রেস্ট হাউস অবশ্যই দেখতে পারেন। এছাড়াও একাধিক হোটেল থেকে শুরু করে হোমস্টে রয়েছে সেগুলিতেও থাকতে পারেন। তবে হোমস্টেতে থাকলে খাবারের সাথে পাহাড়ি মানুষের আতিথেয়তা কিন্তু একেবারে ফ্রি।