Offbeat North Bengal Pedong How to Reach What to visit complete details with budget

বাংলার বুকেই মিনি অরুণাচল প্রদেশ! রইল পাহাড়-নদী-ঝর্ণায় ঘেরা সেরা অফবিট ডেস্টিনেশনের হদিশ

পার্থ মান্নাঃ প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে একটু শান্তির খোঁজে হোক বা শহুরে ব্যস্ততা থেকে দূরে প্রাণ খুলে শ্বাস নেওয়ার জন্য ভ্রমণ একেবারে ম্যাজিকের মত কাজ করে। সেই কারণেই তো ফাঁক পেলেই ঘুরতে যেতে পছন্দ করেন আট থেকে আশি সকলেই। আপনিও কি সামনের শীতে উত্তরবঙ্গ ভ্রমণের প্ল্যান করছেন? খুঁজছেন এমন একটা জায়গা যেখানে মানুষের ভিড় এখনও সেভাবে পৌঁছায়নি? তাহলে আজকের প্রতিবেদনে রইল উত্তরবঙ্গের সেরা অফবিট ডেস্টিনেশনের হদিশ।

উত্তরবঙ্গের সেরা অফবিট ডেস্টিনেশন

উত্তরবঙ্গে ঘোরার মত জায়গা প্রচুর রয়েছে। বেশিরভাগ জনপ্রিয় জায়গাতেই পর্যটকের ভিড় থাকবে। তবে যদি চান শান্ত নিরিবিলি এক জায়গা, যেখানে সূদনর ভিউ পয়েন্ট, পাহাড়, যদি ঝর্ণা সব কিছুই মিলবে তাহলে আপনাকে আসতেই হবে ইস্ট সিকিমের কাছে পেডংয়ে। কিভাবে যাবেন? কি দেখবেন ও বাজেট কত হতে পারে? সমস্ত প্রশ্নের উত্তর রইল এই প্রদিবেদনেই।

কিভাবে পৌঁছাবেন পেডং?

প্রথমেই হাওড়া কিংবা শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী কোনো ট্রেনে চেপে পৌঁছে যেতে হবে শিলিগুড়ি স্টেশনে। সেখান থেকে গাড়ি ভাড়া করে সেবক রোড ধরে তিস্তা ও কালিম্পঙ হয়ে পৌঁছে যেতে পারেন পেডং। আর যদি NH10 কোনো কারণে বন্ধ থাকে তাহলে কালিঝোড়া বা পানবু হয়েও পেডং পৌঁছে যাওয়া যেতেই পারে। আর যদি এনজেপি থেকে আসেন তাহলে ৯৩ কিমি পথ পেরোতে হবে পেডং পৌঁছাতে।

পেডং এর দর্শনীয় স্থান কি কি?

পেডং যাওয়ার পথেই পড়বে সেবকেশ্বরী কালী মন্দির, করোনেশন ব্রিজ। মাঝে দাঁড়িয়ে তিস্তার অপরূপ সৌন্দর্য চাক্ষুষ দেখে নিতে পারবেন। এরপর কালিম্পঙ পেরিয়ে এলেই মঙ্গলধাম মন্দির দর্শন করে নিতে পারবেন। এরপর পেডং পৌঁছে মিলন টপ থেকে কাঞ্চনজঙ্ঘা সহ জুলুক, নাথুলা, লাভা রিশপ ইত্যাগী জায়গার এক অপরূপ ভিউ পাওয়া যেতে পারে। এছাড়া সীমানাদারা এর মত একাধিক ভিউ পয়েন্ট থাকবে যেখান থেকে উত্তরবঙ্গে আছেন নাকি অন্য কোথাও বুঝতে পারবেন না।

থাকা খাওয়া ও খরচ

উত্তরবঙ্গে যাওয়ার ট্রেনের জন্য নূন্যতম ৩৯০ টাকা মত খরচ হবে। এরপর যদি গ্রূপে ভিজিট করেন তাহলে প্রাইভেট গাড়িতে ৪৫০০ টাকা মত খরচ পড়বে ৫ জনের জন্য। শেয়ার গাড়ির ক্ষেত্রে খরচ অনেকটাই কমে যাবে। এরপর থাকা ও খাওয়া মিলিয়ে হোমস্টের জন্য ১২০০ থেকে ১৪০০ টাকা খরচ হবে। সব মিলিয়ে গ্রূপ ট্যুর করলে ২২০০ থেকে ২৭০০ টাকা খরচেই ঘোরা কমপ্লিট হয়ে যেতে পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X