পার্থ মান্নাঃ শীত পুরোপুরি না পড়লেও ধীরে ধীরে তাপমাত্রা কমছে বাংলার। আর সামনের শীতে ঘুরতে যাওয়ার জন্য ছটফট করছে বাঙালি মন। অনেকেই নর্থ বেঙ্গল গিয়ে বরফে ঢাকা পাহাড় দেখার প্ল্যান করছেন। তো কেউ আবার একটু অফবিট জায়গা খুঁজছেন যেখানে ভিড়ভাট্টা থেকে দূরে নিরিবিলিতে কয়েকটা দিন ছুটি কাটানো যাবে। আজ এমনই একটা জায়গার খোঁজ রইল এই প্রতিবেদনে।
উত্তরবঙ্গের অফবিট ডেস্টিনেশন
উত্তরবঙ্গ মানেই অনেকের মাথায় চলে আসে দার্জিলিং, সিকিম বা কালিম্পঙের মত চেনা নামগুলো। তবে জানলে অবাক হবেন বিখ্যাত আর ভিড়ভাট্টার জায়গাগুলি ছাড়াও একাধিক অফবিট পাহাড়ি গ্রাম রয়েছে। যেখানে অপরূপ সুন্দর পাহাড়ের প্রকৃতির দেখা মেলে। আজ এমনি এক অফবিট গ্রাম মিরিকের কথা বলব আপনাদের। মিরিকের কাছেই রয়েছে জিম্বাগাঁও হোমস্টে। যেখানে দুটো দিন থাকলেই ভুলে যেতে পারবেন শহুরে ব্যস্ততাকে।
কিভাবে পৌঁছাবেন?
আপনি যদি অফবিট মিরিক দেখতে চান ও জিম্বাগাঁও হোমস্টেতে থাকতে চান তাহলে প্রথমেই ট্রেন ধরে পৌঁছে যেতে হবে এনজেপি স্টেশনে। এখন থেকে গাড়ি ভাড়া করেই সোজা চলে আসতে পারেন মিরিক। মিরিক লেক থেকে মাত্র ৫ কিলোমমিটার দূরেই অবস্থিত জিম্বাগাঁও হোমস্টে।
কি কি দেখবেন?
পৌঁছেতো গেলেন এরপর? অফবিট ডেস্টিনেশনে গিয়ে দেখার জায়গা কি কি? চিন্তা নেই এখন থেকে ঘুরে দেখার মত একাধিক জায়গা রয়েছে। সবচেয়ে কাছে রয়েছে মিরিক লেক। তাছাড়া গাড়ি ভাড়া করে থার্বো টি এস্টেট, গোলপাহাড় ও গোপালধারা, পশুপতি মার্কেট থেকে তাবাকোশিও ঘুরে দেখতেই পারেন।
অফবিট মিরিক ভ্রমণের খরচ
অফবিট মিরিক ভ্রমণ করতে চাইলে কত টাকা খরচ হতে পারে? চলুন মোটামুটি একটা হিসাব করে নেওয়া যাক। প্রথমেই হাওড়া থেকে ট্রেনের টিকিটের জন্য নূন্যতম ৩৫০ টাকা ধরে রাখুন। এরপর এনজেপু পৌঁছে হোমস্টে পর্যন্ত গাড়ি ভাড়া ২৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যেই। সেখানে থাকা ও ৪ বেলার খরচ ১৮০০ টাকা মাথাপিছু। এছাড়া লোকাল সাইট সিইংয়ের জন্য ৫০০ টাকা থেকেই গাড়ি ভাড়া পাওয়া যেতে পারে।