নিউজশর্ট ডেস্কঃ অনেকেই আছেন যাদের কাছে ভ্রমণ মানেই পাহাড়। আর বাঙালির পাহাড় মানেই দার্জিলিং। কিন্তু যারা ভিড় পছন্দ করে না একটু নিরিবিলিতে বেড়াতে পছন্দ করেন তাদের দার্জিলিং বা সিকিমের ভিড় মোটেই পছন্দ হয় না। তাই আজ আপনাদের জন্য আজ দার্জিলিংয়ের কাছেই এক দুর্দান্ত সূদনর অফবিট লোকেশন সম্পর্কে জানাবো। যেটা না গেলেই নয়! জায়গাটা দার্জিলিংয়ের খুবই কাছে, চাইলে টোটাল ট্যুরের মধ্যে ১ দিন প্ল্যান করতেই পারেন।
জায়গাটার নাম হল জামুনি। দার্জিলিং চৌরাস্তার মোড় থেকে ৩০-৪৫ মিনিট লাগে গাড়িতে জামুনি পৌঁছানোর জন্য। পাহাড়ি আঁকা বাঁকা পথের মধ্যে দিয়ে যখন গাড়ি চলবে তখন দুদিকের সবুজ প্রকৃতি, চা বাগান আর পাইন দেবদারুর জঙ্গল সত্যিই মন ভালো করে দেবে। তবে আসল ভালোলাগা শুরু হবে জামুনি টুরিস্ট সেন্টারে পৌঁছানোর পর। নিচে রঙ্গীত নদী আর উপরে হ্যাঙ্গিং তারের ব্র্রিজ। সোশ্যাল মিডিয়াতে ছবি দেওয়ার জন্য একেবারে পিকচার পারফেক্ট জায়গা বলা যেতেই পারে।
ব্রিজ পেরিয়ে একটু এলেই দেখা যাবে নিচেই রয়েছে একটি পার্ক। যেটা একেবারে নদীর ধারেই। এটি মূলত পিকনিক স্পট হিসাবে বেশ পসাহিত। এই পার্কটি প্রাইডটিন সকাল ১০ নাগাদ খুলে দেওয়া হয়। তবে এক্ষেত্রে ২০ টাকার এন্ট্রি ফিজ দিয়ে প্রবেশ করতে হবে। তবে পার্কার সৌন্দর্য যে পয়সা উসুল করে দেবে সেটা বলা যেতেই পারে।
কিভাবে পৌঁছাবেন জামুনি?
জামুনি পৌঁছানোর জন্য সবার আগে আপনাদের হাওড়া বা শিয়ালদাহ থেকে ট্রেন ধরে পৌঁছে যেতে হবে এনজেপি স্টেশন। এরপর স্টেশনের বাইরে এসে প্রাইভেট বা শেয়ার ক্যাবে করে পৌঁছে যেতে পারেন জামুনি। তবে মূলত দার্জিলিং ট্রিপের মধ্যে একদিন এই জায়গা ঘুরতে যাওয়া যেতেই পারে। এক্ষেত্রে ২০০০ থেকে ২৫০০ টাকা খরচ হতে পারে।
কোথায় থাকবেন ও কি খাবেন?
জামুনি পৌঁছে যদি নিরিবিলিতে একটা দিন কাটাতে চান তাহলে কাছেই রয়েছে হোম স্টে। যেখানে একজনের খাওয়া দাওয়া সহ থাকার খরচ ১৩০০ টাকা থেকে ১৫০০ টাকা প্রতিদিন। এছাড়াও জামুনি ব্রিজের কাছেই বেশ সুন্দর কিছু কটেজ রয়েছে। কিন্তু সেগুলি এই মুহূর্তে চালু হয়নি। তবে যদি চালু হয়ে যায় তাহলে একেবারে নদীর ধারেই একটা দিন কাটানো যাবে। এছাড়া খাওয়া দাওয়ার জন্য রিভার সাইড ক্যান্টিন রয়েছে।