নিউজশর্ট ডেস্কঃ বাংলায় গরম পড়তেই বাঙালির গন্তব্য উত্তরবঙ্গ (North Bengal)। দার্জিলিং (Darjeeling) থেকে সিকিমের মত জায়গায় উপচে পড়ছে ভিড়। ট্রেনে টিকিট নেই, হোটেলে জায়গা নেই। তবুও তীব্র গরম থেকে বাঁচতে আর ছুটি কাটাতে পাহাড়ই মনে হচ্ছে লোকের প্রথম পছন্দ। তবে আজ আপনাদের জন্য দার্জিলিংয়ের কাছেই এক অফবিট ডেস্টিনেশনের (Offbeat Destination) খোঁজ দেব যেখানে ভিড় কম হলেও প্রাকৃতিক সৌন্দর্য মন ছুঁয়ে যাওয়ার মত।
রোজকার বাড়ি আর কাজের মাঝে একটু অবসর সকলেরই প্রাপ্য। আর সেই অবসর যদি হয় গরমকালে তাহলে পাহাড়কেই বেছে নেন বেশিরভাগ বাঙালি। কারণ উত্তর বঙ্গে এই সময় তাপমাত্রা যেমন কমে তেমনি প্রাকৃতিক দৃশ্যও থাকে দেখার মত। অনেকেই কাঞ্চঞ্জঙ্ঘাকে কাছ থেকে দেখার জন্য উত্তরবঙ্গে যান। তবে আজ যে জায়গার কথা বলব সেটাই অপেক্ষাকৃত ভিড় অনেকটাই কম হয়।
উত্তরবঙ্গের সুন্দর গ্রাম রামপুরিয়া (North Bengal Offbeat Village Rampuria)
দার্জিলিং থেকে রামপুরিয়ার দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। সবুজে ঘেরা এই গ্রামের বেশিরভাগ লোকেই চাষবাস বা পশুপালন করে জীবিকা নির্বাহ করেন। তবে সৌন্দর্যের কারণে ধীরে ধীরে পর্যটকদের কাছে এই গ্রাম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ দীঘা-পুরী অতীত! কলকাতার কাছের এই সুন্দরী গ্রামই এখন সবার পছন্দের উইকেন্ড ডেস্টিনেশন
কিভাবে পৌঁছাবেন রামপুরিয়া গ্রামে?
প্রথমেই যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেনে চেপে আসতে হবে নিউ জলপাইগুড়ি। কিংবা চাইলে কলকাতা থেকে বাসে করেও নিউ জলপাইগুড়ি চলে আসতে পারেন। এরপর সেখান থেকে প্রাইভেট কিংবা শেয়ার গাড়িতে করে পৌঁছে যেতে পারেন রামপুরিয়া গ্রামে।
রামপুরিয়া গ্রামে থাকা ও ঘোরার জায়গা
অফবিট গ্রাম হওয়ার কারণে রামপুরিয়া গ্রামে মূলত হোমস্টেতে গিয়ে থাকাটাই শ্রেয়। এতে যেমন একেবারে পাহাড়ি গ্রামে থাকার মত ফিলিংস আসবে তেমনি গ্রামের মানুষদের আতিথেয়তাও মন ছুঁয়ে যাওয়ার মত। তাছাড়া হোমস্টে বুকিং করলে থাকার সাথেই খাওয়ার ব্যবস্থাও হয়ে যাবে। থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে গেলেই বেরিয়ে পড়ুন ঘুরতে।
রামপুরিয়াতে প্রচুর অর্কিড, রডোডেনড্রন, ম্যাগনোলিয়ার মতো গাছ রয়েছে। পাহাড়ি জঙ্গলে আপনি ভাল্লুক, বার্কিং ডিয়ারের মতো বন্যপ্রাণীর দেখাও পেতে পারেন। তাছাড়া এখন থেকেই সাইটসিয়িংয়ের জন্য পেশক, লামাহাট্টা, তিনচুলে ঘুরে নিতে পারেন।