Offbeat Travel Destination Near Kolkata Dhanbad Tourist Spots you can visit in a day

পাহাড়-ঝর্ণা-জঙ্গলের অপূর্ব মেল, রইল কলকাতার কাছেই সব পেয়েছির দেশের ঠিকানা

নিউজশর্ট ডেস্কঃ ঘুম থেকে উঠে খাও দাও অফিসে যাও, রোজকার এই বাঁধাধরা জীবন থেকে মুক্তি পেতে এক বা দুদিনের ছুটি সত্যিই ম্যাজিকের মত কাজ করে। ঘুরতে যাওয়ার কথা উঠলেই অনেকে দিঘা, মন্দারমণি কিংবা বকখালীর কথা বলেন। কিন্তু সেখানেও ভিড়! তবে চিন্তা নেই, আজ এমন একটি জায়গার খোঁজ দেব যেখানে নেই পর্যটকের ভিড় আছে ঝর্ণা, জঙ্গল থেকে পাহাড়।

কলকাতার কাছেই অফবিট ডেস্টিনেশন

আজ যে জায়গার কথা বলব সেটা হল ধানবাদ। ভাবছেন সেখানে আবার দেখার মত কি আছে? তাহলে আজকের প্রতিবেদনটা পড়েই দেখুন আশা করি নিরাশ হবেন না। ধানবাদে মূলত তিনটি জায়গা আছে যেখান থেকে একদিনেই ঘুরে আসা যায়। জায়গাগুলি হল – ভাটিন্ডা ওয়াটার ফলস, তোপচাঁচি গ্রামের বাঁধ ও উশ্রী ওয়াটার ফলস। কিভাবে যাবেন আর গিয়ে কি কি দেখবেন? সমস্ত তথ্য নিচে দেওয়া হল।

কিভাবে পৌঁছাবেন ধানবাদ?

আপনি যদি ট্রেনে করে আসেন তাহলে হাওড়া থেকে ধানবাদগামী যে কোনো ট্রেনে উঠে পড়তে পারেন। তবে যদি একদিনের প্ল্যান থাকে তাহলে ভোরের দিকের ট্রেন যেমন শতাব্দী এক্সপ্রেস বা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে ধানবাদ পৌঁছে যেতে পারেন। ট্রেনে গেলে ধানবাদে নেমে আপনাকে আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে। আর যদি প্রাইভেট গাড়িতে যান তাহলে সোজাই ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারেন।

Bhatinda Waterfalls Dhanbad

যদি ট্রেনে করে যান তাহলে প্রথমেই ধানবাদ স্টেশনে নেমে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে চলে যেতে হবে। এরপর সেখান থেকে গাড়ি ভাড়া করে প্রথমেই রওনা দিতে হবে ভাটিন্ডা ওয়াটার ফলসের দিকে। যাওয়ার পথে রাস্তার দুই ধরে দৃশ্যই আপনার মন ভালো করে দেবে। তবে ভাটিন্ডা ঝর্ণা দেখার আগে টিকিট কাটতে হবে তার জন্য ৫০ টাকা খরচ হবে। এরপর কিছুটা পথ গেলেই দেখা যাবে ঝর্ণা।

Topchachi Village

ভাটিন্ডার পরের গন্তব্য হল তোপচাঁচি গ্রাম। জানলে অবাক হবেন একাধিক সিনেমার শুটিং হয়েছে এই গ্রামে। আজও নানান শুটিংয়ের জন্য এই গ্রাম বেশ পরিচিত। এখানে দেখার মধ্যে রয়েছে তোপচাঁচি গ্রামের বাঁধ আর উত্তমকুমারের বাড়ি। বাঁধের কাছে পৌঁছালে দূরেই দেখা যায় পরেশনাথ পাহাড় আর সামনেই বয়ে চলে যদি।

Ushri Waterfalls Dhanbad

এবার শেষ গন্তব্য হল উশ্রী ওয়াটার ফলস। সেটার দূরত্ব উত্তমকুমারের বাড়ি থেকে প্রায় ৬৮ কিমির মত। সেখানে পৌঁছে গেলে ভিউ পয়েন্ট থেকে চারিদিকের সুন্দর প্রকৃতি উপভোগ করতে পারেন। তারপর নিচে নেমে ঝর্ণার জলে পা ভেজানো যেতেই পারে। সব মিলিয়ে একদিনের ছুটির জন্য কমবেশি পারফেক্ট বলাই যেতে পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X