Travel

Travel: চারিদিকে পলাশের ছড়াছড়ি, ঘুরে আসুন বাংলার এই মনোরম জায়গায়, পাবেন মনের শান্তি

নিউজশর্ট ডেস্ক: বসন্ত মানেই চারিদিকে যেন প্রেমের আভাস। প্রকৃতি একেবারে অন্যরকমভাবে সেজে ওঠে এই সময়। গাছে গাছে ভরে ওঠে নানা রকমের ফুল-ফল। এই সময় আবহাওয়ার তারতম্য খুব একটা লক্ষ্য করা যায় না। যদিও চলতি বছরে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। তাই বসন্তের আভাস সেভাবে গায়ে লাগছে না। কিন্তু কোকিলের ডাক চারপাশ থেকে যখন ভেসে আসছে তখন মনে হয় বসন্ত এসে গেছে।

আর এই সময় দোল উৎসব সকলেরই প্রিয়। বহু মানুষ দোল উৎসবে বিভিন্ন জায়গায় ঘুরতে(Travel) যেতে পছন্দ করেন। কেউ যেমন এই বসন্তকালে পুরুলিয়া(Purulia) ঘুরতে বেরিয়ে পড়েন। ঠিক কেউ আবার শান্তিনিকেতনে। তবে বেশিরভাগ বাঙ্গালীর কাছেই এখন পুরুলিয়া এই বসন্তকালে যাওয়ার জন্য পারফেক্ট লোকেশন। এই সময় পুরুলিয়ার অপরূপ সৌন্দর্যের কথা ভাষায় বর্ণনা করা কঠিন।

রাঙ্গামাটির এই দেশে শিমুল, কৃষ্ণচূড়া, পলাশ সব রং মিলেমিশে একাকার তার সঙ্গে আবার মহুয়ার অপরূপ সুগন্ধ। তাই এই সময় পুরুলিয়া ঘুরতে যাওয়ার সব থেকে সেরা সময়। পুরুলিয়ার দিকে যত এগোনো যাবে ততই চারিদিকে পলাশের সমারোহ দেখা যাবে। এর সাথেই লাল মাটি। তবে পূর্ব মেদিনীপুর পেরিয়ে যদি ঝাড়গ্রাম থেকে কুহুবুরু নামক এই জায়গায় যাওয়া যায় তাহলে আপনার মন আরও বেশি ভালো হয়ে যাবে। এখানে রাস্তার দু’ধারে রয়েছে সারিসারি পলাশের গাছ।

আরও পড়ুন: Travel: শুধু পুরীর সমুদ্র নয়, অল্প খরচে ঘুরতে যান এই অজানা লোকেশনে, সৌন্দর্যে বিভোর হবেন

আদিবাসী গ্রাম পেরিয়ে এগিয়ে এলেই চলে আসবেন কুহুবুরুর এই অফবিট লোকেশনে। এখানে থাকার জন্য ছোট ছোট কটেজের বন্দোবস্ত রয়েছে। এখানে রয়েছে পলাশবনি রিসোর্ট। এর সামনেই রয়েছে একটি ঝর্ণা। তবে এই ঝর্ণা দেখার জন্য বর্ষাকালে আসতে হবে। পলাশবনির রিসোর্টর সৌন্দর্য একবার গেলে সারাজীবন মনে থাকবে। অন্ধকার নামলে এখানের পরিবেশ একেবারে অন্যরকমের হয়ে যায়। হালকা ঠান্ডা বাতাস বইতে শুরু করে চারিদিক থেকে।

সন্ধ্যা হলেই হোমস্টের লনে বসে চিকেনের নানা রকমের সুস্বাদু পদ খেতে খেতে মন ভরে যাবে আপনার। এখানে পাহাড়ে ট্রেক করা যায়। এই পাহাড়েই রয়েছে মহাদেব বেড়া। এখানে রয়েছে একটি শিবলিঙ্গ। এখানকার গ্রামবাসীরা এই শিবলিঙ্গকে পুজো করে থাকেন। দোল পূর্ণিমার সময় যদি আপনি ঘুরতে যান তাহলে পূর্ণিমার অপরূপ জোৎস্না এখান থেকে উপভোগ করতে পারবেন।

Avatar

Papiya Paul

X