Travel

Travel: অপরূপ সৌন্দর্য দেখলে জুড়িয়ে যাবে চোখ, মাত্র ৪ ঘন্টার দূরত্ব ঘুরে আসুন এই মরুভূমির লোকেশনে

নিউজশর্ট ডেস্ক: জানুয়ারিতে হাড়কাঁপানি ঠান্ডার পর এবার ফেব্রুয়ারি পড়তে না পড়তে শীত বিদায়ের পালা। কিন্তু তাতে কি ভ্রমণ পিপাসু পর্যটকেরা সারা বছরই ঘুরতে(Travel) যেতে পছন্দ করেন। আপনি যদি এমনই ভ্রমণ প্রিয় পর্যটক হয়ে থাকেন। তাহলে আপনার জন্য আজকে রয়েছে একটি ডেস্টিনেশনের খোঁজ। একেবারে অল্প সময়ের মধ্যে এই জায়গাতে পৌঁছে যেতে পারবেন আপনি। চলুন তাহলে এই লোকেশন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো যাক।

বহু মানুষ রাজস্থানে ঘুরতে যেতে পছন্দ করেন। আর বিশেষ করে ফেব্রুয়ারি মাস রাজস্থানে ঘোরার জন্য একেবারে উপযুক্ত সময়। এর কারণ এই সময় খুব শীত থাকে না, আবার খুব গরমও থাকে না। তাই রাজস্থানের শীতকালে পর্যটকদের সংখ্যা বরাবরই বেশি থাকে। তবে রাজস্থান বলতেই পর্যটকদের যে জায়গাগুলোর কথা মাথায় আসে সেগুলো হলো জয়পুর, উদয়পুর প্রভৃতি। তবে এছাড়াও আরো লোকেশন রয়েছে যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে।

দিল্লি থেকে জয়পুর যাওয়ার রাস্তাতেই মাত্র চার ঘন্টা মধ্যেই এই লোকেশন পেয়ে যাবেন। এই জায়গাটি হল জামুয়া রামগড়। এখানে হাইওয়ের পাশে অনেক সুন্দর সুন্দর হোটেল, রেস্তোরাঁ, রিসোর্ট রয়েছে। আরাবল্লী পর্বতমালার পাদদেশে এই জায়গা পর্যটকেরা একেবারে অন্যরকমের অনুভূতি উপলব্ধি করতে পারবেন। পর্যটকরা এখনো ওই জায়গা সম্পর্কে জানেন না বলে পর্যটকদের আনাগোনা সেভাবে নেই।

আরও পড়ুন: Travel: হ্রদের মাঝে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া, ঘুরে আসুন কলকাতার কাছের এই বার্ড ভিলেজে

তবে এই জায়গাটি ছাড়াও রাজস্থানের আরো একটি সুন্দর জায়গা হল অনুপুরা। এখানেও পর্যটকদের ভিড় সেভাবে দেখা যায় না। কিন্তু পর্যটকদের জন্য এখানে স্থানীয় এলাকার বাসিন্দারা মেলা বসান। এই মেলাতে নানা রকমের হস্তশিল্পের জিনিস পাওয়া যায়। এছাড়া এই মেলাতে রাজস্থানের ট্রাডিশনাল খাবার খেতে পারবেন। মরুভূমি প্রবণ এলাকা হলেও এই জায়গায় রয়েছে চারিদিকে সবুজের হাতছানি। তাই এইবার রাজস্থানে গেলে কিংবা যাওয়ার পরিকল্পনা করে থাকলে এই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখে আসতে পারেন।

Papiya Paul

X