Papiya Paul

বারান্দায় দাঁড়ালেই মিলবে মেঘের হাতছানি, দীঘা-পুরী না গিয়ে ঘুরে আসুন এই অজানা পাহাড়ি ডেস্টিনেশনে

নিউজশর্ট ডেস্কঃ সামনেই শীতকাল। ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জেলাতে ঠান্ডা পড়ে গিয়েছে। আর ঠান্ডা পড়তে না পড়তেই বহু পর্যটক আবার ঘুরতে যাওয়ার প্ল্যান সেরে ফেলেছে। যদিও একঘেয়ে দীঘা-পুরী-দার্জিলিং না গিয়ে অন্য কোনো অফবিট লোকেশনের খোঁজ করে থাকেন। এইমুহুর্তে স্বল্প খরচে ঘুরতে(Travel) যাওয়ার একদম আদর্শ জায়গা হল সিকিম। এত অল্প টাকায় এমন সব সুন্দর জায়গা আপনি দেখতে পাবেন যা চিরকাল আপনার মনের মণিকোঠায় থেকে যাবে। এরকম কিছু জায়গার কথা বলব এখানে।

   

সিকিম বলতেই প্রথমেই যে নামগুলি মাথায় আসে তা হল গ্যাংটক, কালা পাত্থার, নাথুলা, পেলিং, লাচুং, কিংবা ছাঙ্গু। তবে আজ আমরা এইসব জায়গার কথা বলব না। বরং সম্পূর্ণ নতুন এক গ্রামের কথা বলব আজকের প্রতিবেদনে। ছোট্ট এই গ্রাম মনখিমের হদিশ তুলে ধরা হল আজকের প্রতিবেদনে।

বলা হয় মনখিমে নাকি সারাদিন চোখ মেলে থাকে কাঞ্চনজঙ্ঘা। বাড়িঘর সুন্দর করে সাজানো। আর সেই সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বিরাট দেবদারু এবং পাইন গাছের জঙ্গল‌। গাছপালা, পাহাড় সব মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে। সবে মিলিয়ে মখনমের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে।

আরও পড়ুন: দিঘা এখন আরও আকর্ষণীয়! ঘুরতে গেলে একদম মিস করা যাবে না এই ৫ টি জিনিস

এখানে রয়েছে এক মনেস্ট্রি। যেখানে গেলে দেখতে পাবেন গৌতম বুদ্ধের মূর্তি। গ্রামের মধ্যেও হেঁটে দেখার অনেক জায়গা রয়েছে। তবে জানেন কি সিকিমের এই জায়গার সাথে জড়িয়ে রয়েছে ভারতের এক গৌরবময় ইতিহাস। অনেকেই হয়ত জানেননা যে, ভারত-চিন যুদ্ধের সময় এই মনখিমেই ক্যাম্প করে বাঙ্কার করা হয়েছিল। তাই সবকিছু একসাথে উপভোগ করতে হলে আজই বেরিয়ে পড়ুন মখনিমের উদ্দেশ্যে।