Travel

Papiya Paul

Travel: হাতের মুঠোয় ছুঁতে পারবেন কাঞ্চনজঙ্ঘা! হালকা শীতে বেড়িয়ে আসুন এই অফবিট গ্রাম থেকে

নিউজশর্ট ডেস্ক: দেখতে দেখতে ফ্রেব্রুয়ারী মাসের মাঝামাঝি চলে এসেছি। আর কয়েকদিন পর থেকেই ধীরে ধীরে গরমের প্রভাব বাড়তে থাকবে। তখন বাইরে বেরোলেই হাঁসফাঁস করছে বাঙালি। তাই যারা এইসময় কোথাও ঘুরতে যেতে চাইছেন। তারা ডেস্টিনেশন ঠিক করে বেড়িয়ে পড়তে পারেন।

   

পাহাড় গেলে এখন ব্যাপারটা আরো জমে যাবে। কিন্তু যাবো বললেই তো আর যাওয়া হয়ে ওঠে না। খরচের কথাও মাথায় রাখতে হয় বৈকী‌। তাই আজকের প্রতিবেদনে যেই জায়গার কথা বলব যেখানে খুব কম খরচেই ঘুরে আসতে পারেন।

আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে দাওয়াইপানি (dawaipani) গ্রাম। এই গ্রামটি দার্জিলিংয়ের (Darjeeling) খুব কাছেই অবস্থিত। খুব একটা ভিড় ভাট্টাও নেই এখানে। তাই প্রিয়তমার সঙ্গে একান্তে সময় কাটানোর একেবারে আদর্শ জায়গা এটি‌। শান্ত পাহাড়ের গায়ে গড়ে ওঠা ছবির মত এই গ্রাম আপনার পছন্দ হবেই।

আরও পড়ুন: ডিজাইন আর দাম শুনলে খারাপ হবে মাথা, মার্কেট কাঁপাতে আসছে Kawasaki Ninja 500

তবে মনে রাখবেন, এখানে খুব একটা ঘর বাড়ি নেই। যে কয়জন মানুষের বসবাস তাদের বেশিরভাগই চাষবাস করে দিন চালান। তবে এখানকার বিশেষ আকর্ষণ হল কাঞ্চনজঙ্ঘা। এই গ্রাম থেকে উঁকি দিলেই বরফ সাদা পাহাড় চূড়া দেখতে পান তিনি।

প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এই গ্রামে রয়েছে ঘুম মনেসট্রি। এছাড়া দাওয়াইপানির খুব কাছেই রয়েছে তাকদা, লামাহাট্টা এবং রঙ্গারুন। এখানে লামাহাট্টার ইকোপার্ক ও তাকদার ভেতর রয়েছে বিরাট অর্কিড গার্ডেন। তাই অর্কিড লাভারদের আদর্শ জায়গা হতে পারে এটি। কিছু চা বাগান এবং পুরনো ব্রিটিশ বাংলো এখানকার অন্যতম আকর্ষণ।

আরও পড়ুন: ঘরে বসেই সস্তায় পাসপোর্ট রিনিউ! জানুন খরচ কত? কিভাবে অনলাইনে রিনিউ করবেন?

এছাড়াও এই গ্রামের নামটাও দারুন অদ্ভুত। এবং এই নামের পেছনে রয়েছে এক অদ্ভুত কারণ। হিন্দিতে দাওয়াই মানে ওষুধ, আর পানি মানে জল। দুই মিলে হয় ওষুধের জল। স্থানীয় বাসিন্দাদের ধারণা, এই গ্রামের জল খেলে যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যায়‌।

কীভাবে যাবেন: নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি করে সোজা পৌঁছে যেতে পারবেন দাওয়াইপানি। শিলিগুড়ি থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি। থাকার জন্য রয়েছে কিছু হোটেল এবং হোমস্টে। এখানে থাকা খাওয়ার খরচও খুব বেশি নয়।