Weekend Destination Bhitarkanika Wildlife Sanctuary also called as mini amazon

এ যেন সবুজের মোড়া ‘মিনি অ্যামাজন’! রইল কলকাতার কাছেই সেরা উইকেন্ড ডেস্টিনেশনের হদিশ

সপ্তাহ শেষের ভ্রমণ (Weekend Travel Destination) মানেই বাঙালির মাথায় আসে দীঘা (Digha)-পুরী (Puri) কিংবা সুন্দরবনের কথা। দু’দিনের ছুটি পেলে এই কয়েকটা জায়গা ছাড়া আর তেমন কিছু মাথায় আসে না অনেকেরই। আসলে বহু মানুষ জানেনই না, কলকাতার কাছাকাছিই প্রচুর এমন জায়গা আছে যেগুলি সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট। আজ এমনই একটি জায়গার হদিশ রইল আপনাদের জন্য। কি সেই জায়গার নাম? উত্তর হল ভিতরকণিকা (Bhitarkanika)

শহরের বুকে অনেকেই আছেন যারা প্রকৃতির কোলে ছুটি কাটাতে ভালোবাসেন। সবুজে ঘেরা কোনও শান্ত-নিরিবিলি জায়গায় দু’টো দিন কাটানো যেন স্বপ্ন সত্যি হওয়ার মত। আপনার সেই ড্রিম ডেস্টিনেশন হতে পারে ভিতরকণিকা। অনেকেই এটিকে ‘মিনি অ্যামাজন’ও (Mini Amazon) বলে থাকেন। আপনাকে যদি বৃষ্টি ভেজা পরিবেশ জঙ্গল টানে তাহলে আপনি চলে যেতেই পারেন এখানে।

এতক্ষণে নিশ্চয়ই ভাবছেন এই ‘মিনি অ্যামাজন’ (Mini Amazon) ওরফে ভিতরকণিকা কোথায় অবস্থিত, কিভাবে যাবেন? তাহলে বলি, এই জায়গাটি পাশের রাজ্য উড়িষ্যায় অবস্থিত। অ্যামাজনের ভারতীয় সংস্করণ বলা হয় একে। যারা জঙ্গল সাফারি ভালোবাসেন তাঁরা এই জায়গা থেকে ঘুরে আসতেই পারেন। কীভাবে যাবেন, কোথায় থাকবেন সেই বিস্তারিত জানতে হলে পড়তে থাকুন আজকের প্রতিবেদন।

Bhitarkanika Wildlife Sanctuary you can visit

আরও পড়ুনঃ বাজেটে ফিট ডেস্টিনেশন হিট! দার্জিলিংয়ের কাছেই এই অফিবিট গ্রামে গেলে ফিরতে মন চাইবে না

পুরীর পাশাপাশি ভিতরকণিকাও পর্যটকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। অনেকেই প্রকৃতির কাছাকাছি কয়েকটা দিন কাটানোর জন্য এখানে ছুটে যান। উড়িষ্যার পারাদ্বীপ এবং চাঁদিপুরের মাঝখানে অবস্থিত এই ভিতরকণিকা। বৈতরণী এবং ব্রাহ্মণী নদীর মাঝখানের বদ্বীপ দ্বারা গড়ে উঠেছে এই বিশাল ম্যানগ্রোভ অরণ্যটি। প্রায় ৬৫০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই অরণ্য বিস্তৃত।

এখানে সাদা কুমির এবং নানান রকমের পাখির কলরবে কান পাতা মুশকিল হয়ে যেতে পারে। তবে ছবি তোলার জন্যেও এই জায়গা একেবারে পারফেক্ট। ভিতরকণিকা যাওয়ার জন্য আপনাকে প্রথমে উড়িষ্যার ভদ্রক স্টেশনে পৌঁছে যেতে হবে। সেখান থেকে চাঁদবালি পৌঁছালেই অভয়ারণ্যটি খুব কাছে। আপনি এখানেও থাকতে পারেন। তবে একটাই সমস্যা তা হল এখানে ভীষণ মশা। তাই যদি গুরুতে যান মশার থেকে বাঁচার উপায় কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X