Old 1 Rupees Note printed in British Era selling for Rs 7 lakh in Online Market

লাখপতি হতে এক টাকাই যথেষ্ট! পুরোনো এই ১ টাকার নোট থাকলেই পেতে পারেন ৭ লক্ষ, দেখুন কিভাবে?

পার্থ মান্নাঃ কথায় আছে পুরোনো চাল ভাতে বাড়ে। আক্ষরিক অর্থে না হলেও বাস্তবে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো সময়ের সাথে সাথে মূল্যবান হয়ে যায়। যেমন অনেকেই পুরোনো নোট সংগ্রহ করতে ভালোবাসেন। জানলে অবাক হবেন এই পুরোনো নোট বা কয়েক এক এক সময় লক্ষ লক্ষ টাকায় বিক্রি হতে পারে। বিশেষ করে যদি নোট বা কয়েকটি দুর্লভ হয় তাহলে নিলাম করলে মোটা লাভ করা যেতে পারে। আজ এমনই একই ভারতীয় নোটের সম্পর্কে জানাবো আপনাদের।

১ টাকার নোটেই ফিরতে পারে ভাগ্য

বর্তমান সময় দাঁড়িয়ে ১ টাকায় তেমন কিছুই পাওয়া যায় না। তবে একটা সময় ১ টাকাই ছিল বেশ মূল্যবান। স্বাধীনতার আগে অর্থাৎ ব্রিটিশ রাজত্বকালে ১৯৩৫ সালে ছাপানো ১ টাকার নোট। যেখানে তৎকালীন গভর্নর জেনারেল জে ডাবলুর সাক্ষর রয়েছে। এই নোটটির ভ্যালু বর্তমানে অনেকটাই বেড়ে গিয়েছে। তাই আপনার কাছে যদি ৯০ বছর পুরোনো ১ টাকার নোট থাকে তাহলে কপাল খুলে যেতে পারে।

কেন এত দামে বিক্রি হচ্ছে এই নোট?

অনেকেরই মনে প্রশ্ন উঠতে পারে কেন ১ টাকার নোটের জন্য লক্ষাধিক টাকা খরচ করবে লোকে? জানা যাচ্ছে, আজ থেকে ২৯ বছর আগেই এই নোট ছাপা বন্ধ হয়ে গিয়েছিল। সেই কারণে এই নোট পাওয়াটা ভাগ্যের ব্যাপার। মাঝে ২০১৫ সালে কিছু নোট ছাপানো হলেও সেটা খুব বেশি সংখ্যায় নয়। তাছাড়া স্বাধীনতার আগের নোট অনেকেই সংগ্রহ করতে চান। এই সমস্ত কারণেই এই ১ টাকার নোটের দাম ঊর্ধ্বমুখী।

1935 1 Rupees not with Governer General J W Sign in it

একটা নোটের দামই ৭ লক্ষ

পুরোনো নোট বা কয়েনের দাম যারা সংগ্রহ করেন তাদের দ্বারাই নির্ধারণ করা হয়। তবে অনলাইনে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে ঐতিহাসিক গুরুত্বের এই ধরণের টাকার নিলামী হয়ে থাকে। Coin Bazaar বা Quikr এর মত প্ল্যাটফর্মে এই ধরণের অনেক পোস্ট দেখা যায়। সেখানেই ১৯৩৫ সালের গভর্নর জেনারেলের সাক্ষর করা এই নোটের দাম উঠেছে ৭ লক্ষ টাকা পর্যন্ত।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X