TRP List

Moumita

থামছেই না ‘অনুরাগের ছোঁয়া’র ক্রেজ, চমৎকার রেজাল্ট ‘জগদ্ধাত্রী’র, TRP-তে পিছিয়ে পড়ল এই জনপ্রিয় জুটিরা!

প্রত্যেকটা সিরিয়ালপ্রেমীর (Bengali Serial) কাছেই গুরুত্বপূর্ণ বিষয় হল টিআরপি (TRP)। কারণ এই টিআরপি রেট-টাই ঠিক করে কে টিকবে আর কার সফর বন্ধ হবে! আর এই কারণেই সপ্তাহের একটা বিশেষ দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে অনুরাগীরা। এবারেও চলে এল কাঙ্খিত টিআরপি (TRP) তালিকা।

   

বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’, ‘জগদ্ধাত্রী’র মতো ধারাবাহিকগুলিই রাজ করছে টেলি দুনিয়ায়। দীপা-সূর্যর কাহিনী সেরার শিরোপা ছিনিয়ে নিচ্ছে প্রতিবার। বিগত দুই সপ্তাহের চেয়ে টিআরপি পয়েন্টও বেড়েছে খানিকটা। চলতি সপ্তাহে ‘অনুরাগের ছোঁয়া’র ঝুলিতে এসেছে ৯.৬ পয়েন্ট।

আর (৮.৭) পয়েন্ট নিয়ে ঠিক তারপরেই রয়েছে ‘জগদ্ধাত্রী’। এদিকে তৃতীয় স্থানে এসেছে ‘গৌরী এলো’ (৮.৭)। আর বাকিদের টপকে যৌথভাবে চতুর্থ হয়েছে ‘খেলনা বাড়ি’ এবং ‘নিম ফুলের মধু’। দুজনের ঝুলিতেই এসেছে (৭.৮) পয়েন্ট করে।

Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,TRP List,Anurager Chowa,Jagadhatri,টলিউড বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,টেলিভিশন,টিআরপি তালিকা,অনুরাগের ছোঁয়া,জগদ্ধাত্রী

এরপর পঞ্চম স্থানে রয়েছে ‘বাংলা মিডিয়াম’ (৭.২)। এরপর ষষ্ঠ স্থানে ‘পঞ্চমী’ (৬.৯)। মাত্র এক পয়েন্টের ব্যবধানে সপ্তম স্থানে চলে এসেছে ‘রাঙা বউ’ (৬.৭)। তারপরেই রয়েছে ‘এক্কা দোক্কা’। রাধিরাজের দখলে (৬.৭) পয়েন্ট। স্টার জলসার ধারাবাহিক ‘গাঁটছড়া’ও ভালো ফল করেছে। (৬.৫) পয়েন্ট নিয়ে সেরা দশে উঠে এসেছে সিরিয়ালটি।

চলুন দেখে নিই এই সপ্তাহের প্রথম দশে কারা উঠে এল

১ম •• অনুরাগের ছোঁয়া (৯.৬)

২য় •• জগদ্ধাত্রী (৮.৭)

৩য় •• গৌরী এলো (৮.২)

৪র্থ •• নিম ফুলের মধু (৭.৮), খেলনা বাড়ি (৭.৮)

৫ম •• বাংলা মিডিয়াম (৭.২)

৬ষ্ঠ •• পঞ্চমী (৭.১), বাংলা মিডিয়াম (৭.১)

৭ম •• পঞ্চমী (৬.৯)

৮ম •• রাঙা বউ (৬.৮)

৯ম •• এক্কা দোক্কা (৬.৭)

১০ম •• গাঁটছড়া (৬.৫)