Papiya Paul

বিনা প্ররোচনায় ভারতীয় মৎস্যজীবীকে গুলি করে হত্যা করল পাকিস্তান, উত্তপ্ত ভারত

পরিস্থিতি যেন দিনের পর দিন ঘোরালো হয়ে যাচ্ছে। পাকিস্তানি দেবী দুর্গার মূর্তি ভেঙে দেওয়া থেকে শুরু করে উত্তরপ্রদেশে নামাজ পড়ার জায়গায় গোবর্ধন পূজা, নিভু নিভু আঁচে আগুন কিন্তু ভালোই জ্বলচে। এবার গুজরাট উপকূলে ঘটে যাওয়া আরো একটি ঘটনা এই কথাটি সত্যি করে দিল। গুজরাট উপকূলে মৎস্যজীবীদের লক্ষ্য করে গুলি করে হত্যা করল পাকিস্তান সুরক্ষা বাহিনী।

   

সূত্রের খবর অনুযায়ী, শনিবার যখন মাছ ধরতে বেরিয়েছিলেন এই মৎস্যজীবীরা, তখনই তাদের গুলি চালিয়ে হত্যা করা হয়। তবে এই ঘটনাকে ভারত অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। গোটা ঘটনাটিকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টিকে কূটনৈতিক স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ভারত।

ঘটনায় এক মৎস্যজীবীর মৃত্যু হয় এবং একজন আহত হয়। আহত ব্যক্তির চিকিৎসা হচ্ছে গুজরাটের ওখাতে এক বেসরকারি হাসপাতালে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে ভারত বর্ষ। এখনো কোনো আততায়ীকে ধরতে না পারলেও ব্যাপারটি নিয়ে ভীষণভাবে সিরিয়াস ভারত বর্ষ।

এদিকে উপকূলের সীমারেখা লঙ্ঘনের অভিযোগে প্রতিবছর ভারত এবং পাকিস্তান উভয় পক্ষ থেকে শতাধিক মৎস্যজীবীকে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয় তাদের নৌকা। কিন্তু কোনদিন কাউকে হত্যা করার খবর শোনা যায়নি। কিছু দিন জেলে রেখে ছেড়ে দেওয়া হয় তাদের। এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছিল। এর আগেও ভারতীয় নৌকার ওপর পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে, কিন্তু বিনা প্ররোচনায় মৎস্যজীবীকে গুলি করে হত্যা করার ঘটনা এই প্রথম।