Investment

Investment: এই স্পেশ্যাল স্কিমে মাসে মাসে ৫০০০ টাকা দিলেই রিটার্ন মিলবে ২৬ লাখ টাকা!

নিউজশর্ট ডেস্কঃ কোথায় বিনিয়োগ(Investment) করলে মোটা টাকা রিটার্ন পাওয়া যাবে? এর পাশাপাশি টাকা সুরক্ষিত থাকবে এই চিন্তা সকলের মধ্যেই থাকে। তবে কোন রকমের ঝুঁকি ছাড়া ভালো রিটার্ন পাওয়ার ক্ষেত্রে পাবলিক প্রফিডেন্ট ফান্ড হচ্ছে একটি সেরা উপায়। আপনি ব্যাংক বা পোস্ট অফিসে(Post Office) গিয়ে পিপিএফ-এ(PPF) টাকা বিনিয়োগ করতে পারেন। দেশের যে কোন নাগরিক এখানে অর্থ বিনিয়োগ করার সুযোগ পাবেন।

এক্ষেত্রে সবথেকে বড় সুবিধা হল নিশ্চিত রিটার্ন পাওয়া যায় এবং ট্যাক্স ছাড় পাওয়া যায়। অর্থাৎ ম্যাচিউরিটির সময় আপনি যে টাকা পাবেন সেই টাকা সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রী থাকবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আপনাকে ১৫ বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে হবে। আপনি চাইলে ১৫ বছরের পর এই সময়সীমা আরও বাড়াতে পারেন। স্কিমের মেয়াদে যত বাড়বে রিটার্ন তত বেশি আসবে।

হিসেব বলছে, আপনি প্রত্যেক মাসে ৫০০০ টাকা বিনিয়োগ করলে ম্যাচুরিটির সময় পেয়ে যাবেন ২৬ লক্ষ টাকা। এক্ষেত্রে ম্যাচুরিটির সময় গ্রাহককে তিনটি অপশন বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, প্রথমটি হল আপনি ম্যাচিউরিটির সময় পুরো টাকা তুলে নিতে পারবেন। দ্বিতীয়ত আপনি টাকা না তুললে এর সঙ্গে ইন্টারেস্ট যুক্ত হতে থাকবে। আর তৃতীয়ত আপনি আরো পাঁচ বছরের জন্য এই পিপিএফ-এর মেয়াদ বাড়াতে পারবেন।

Post Office Scheme

আরও পড়ুন: Investment: রোজ ১৬৬ টাকা দিলেই মিলবে ৮ লক্ষ টাকা! এই দুর্দান্ত স্কিম আপনাকে বানাবে লাখপতি

আপনি যদি পুরো টাকা তুলতে চান তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে সমস্ত টাকা ট্রান্সফার করে দেওয়া হবে। আর আগেই বলেছি এই সম্পূর্ণ ম্যাচুরিটির টাকা আপনি ট্যাক্স ফ্রী পাবেন। আরেকটা জিনিস মনে রাখবেন আপনি ৫-৫ বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করতে চাইলে আপনার ম্যাচুরিটির এক বছর আগে ব্যাংক কিংবা পোস্ট অফিসে সে তথ্য জানাতে হবে। ১৫ বছর প্রিম্যাচিউর উইথড্রোলের নিয়ম এক্ষেত্রে লাগু হবে না। আপনি যেকোনো সময় চাইলে টাকা তুলে নিতে পারবেন।

আর আপনি যদি প্রথম এবং তৃতীয় অপশন না নেন তাহলে দ্বিতীয় অপশনের হিসাবে পিপিএফ অ্যাকাউন্টে আরো বেশি ইন্টারেস্ট যুক্ত হতে থাকবে। বর্তমানে পিপিএফে ৭.১ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। আপনি যদি ১৫ বছরের জন্য প্রত্যেক মাসে ৫০০০ টাকা করে জমা দেন। তাহলে বছরে ৬০ হাজার টাকা জমা দিচ্ছেন। এক্ষেত্রে ১৫ বছরে আপনার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াচ্ছে ৯ লক্ষ টাকা। এক্ষেত্রে আপনি সুদ হিসেবে পেয়ে যাবেন ৭.২৭ লক্ষ টাকা।

আরও পড়ুন:  Post Office: লাইনে দাঁড়ানোর ঝক্কি শেষ, এবার মোবাইল দিয়ে মাত্র ৫ মিনিটে খুলুন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট

অর্থাৎ মোট হিসেবে টাকা পাবেন ১৬.২৭ লক্ষ টাকা। আর ৫ বছরের জন্য বিনিয়োগের মেয়াদ যদি বাড়ান তাহলে ২০ বছরের ক্ষেত্রে আপনার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১২ লক্ষ টাকা। এরপর আপনি সুদ হিসেবে পাবেন ১৪.৬৩ লক্ষ টাকা। অর্থাৎ ম্যাচুরিটিতে আপনার কাছে আসবে ২৬.৬৩ লক্ষ টাকা।

Papiya Paul

X