পার্থ মান্নাঃ সাধারণ মধ্যবিত্ত মানুষের যাতায়াতের সেরা যান মাধ্যম হল ট্রেন। বিশেষ করে ভ্রমণের জন্য দূরের পথে পাড়ি দিতে এক্সপ্রেস ট্রেনের জুড়ি মেলা ভার। বিশেষ করে ভারতীয় রেলের ট্রেনে যাত্রার সময় খাওয়া দেওয়ার ব্যাপারটা বেশ মজার। চলতি ট্রেনেই নানা ধরণের খাবার কিনতে পাওয়া যায়। তবে জানেন কি ভারতে এমন একটি ট্রেন রয়েছে যেখানে সম্পূর্ণ বিনামূল্যে মেলে খাবার।
ট্রেন যাত্রার সাথে বিনামূল্যে মেলে খাবার
হ্যাঁ ঠিকই দেখছেন, ট্রেন যাত্রার সময় একবার বা দুবার নয়, মোট ৬ বার পাওয়া যায় ফ্রি খাবার। ভাবছেন কোন ট্রেনে এই দুর্দান্ত সুবিধা মেলে? তাহলে আজকের প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন। কারণ এই ট্রেনটির খাওয়া দাওয়া ফ্রি হওয়ার পিছনে রয়েছে একটি বিশেষ কারণ।
১২৭১৫ সচখন্ড এক্সপ্রেস হল সেই ট্রেন যেখানে সফর করলে মোট ৬ বার ফ্রি খাবার পেতে পারেন আপনিও। সাধারণত দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার সময়েই ফুড অপশন যায়। অথবা চলতি ট্রেনেও প্যানট্রি থেকে খাবার কিনে নেওয়া যায়। তবে এই ট্রেনটি যে ৩৯ স্টেশনে থামে তার মধ্যে ৬টিতেই মেলে লঙ্গর।
৬ টি স্টেশনে মেলে ফ্রি লঙ্গর
হ্যাঁ ঠিকই শুনেছেন লঙ্গর পাওয়া যায় এই ট্রেনে যাত্রার সময়। তাই আলাদা করে টাকা দিয়ে কোন খাবার খেতে লাগে না। এই ট্রেনের যাত্রীরা সাথে করে থালা নিয়েও ওঠেন যাতে লঙ্গরের থেকে খাবার নিয়ে খেয়ে নিতে পারেন।
এবার নিশ্চই ভাবছেন কেন এই ট্রেনে লঙ্গর পাওয়া যায়? উত্তর হল ট্রেনটি অমৃতসরের শ্রী হরমন্দর সাহেব থেকে মহারাষ্ট্রের নান্দেদের শ্রী হুজুর সাহেব সচখন্ডকে যুক্ত করে। তাই যাত্রীদের জন্য লঙ্গর প্রসাদের আয়োজন থাকে প্রতিদিনই। যেখানে কাড়ি-ভাত, ছোলা-ভাত, ডাল, খিচুড়ি ইত্যাদি পাওয়া যায়। অবশ্য আপনি চাইলে আলাদা করে খাবা কিনে খেতেই পারেন।