iphone

iPhone: নতুন ফিচার্স এনে iPhone-কেও টেক্কা দিচ্ছে Oppo! দাম শুনলেই চোখ কপালে উঠবে

নিউজ শর্ট ডেস্ক: নতুন বছরেই বাজারে এসেছে বেশ কিছু নতুন ফোন। কিন্তু গেজেট প্রেমীদের নজর কিন্তু আইফোনের দিকেই। কিন্তু জানলে  অবাক হবেন বাজারে এসেছে Oppo’র একটি নতুনফোন। যা টেক্কা দিচ্ছে iPhone-কেও। সদ্য চীনে অপো ফাইন্ড এক্স৭ ও ফাইন্ড এক্স৭ আল্ট্রা স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। অপোর এই ফোনে এমন কিছু ফিচার্স আছে যা নেই আইফোনেও।

বিশ্বের প্রথম ডুয়াল পেরিস্কোপ ফোন

অপো ফাইন্ড এক্স৭ আল্ট্রা বিশ্বের প্রথম ফোন যার ডুয়াল পেরিস্কোপ জুম ক্যামেরা রয়েছে। এই ফোনটিতেই রয়েছে সবচেয়ে বড় টেলিফটো সেন্সর। অপো এক্স৭ আল্ট্রা ফোনে রয়েছে কিউএইচডি প্লাস রেজোলিউশনের ৬.৮২ ইঞ্চি অ্যামোলেড এলটিপিও কার্ভড ডিসপ্লে। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই মোবাইলে ১২০Hz একটি রিফ্রেশ রেট সাপোর্ট করে।এই মোবাইলেই  রয়েছে ২১৬০ হার্জ পিডব্লিউএম, ৪,৫০০ কেএনএস সর্বোচ্চ ব্রাইটনেস এবং প্রোএক্সডিআর সাপোর্ট।এইচডিআর এই মোবাইলের ফটোগুলিকে আরও বেশি ঝকঝকে করে তোলে।

৩০ মিনিটের কমে ফুল চার্জ

এই মোবাইলটি কোয়ালকমের সর্বশেষ চিপসেট, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ দ্বারা চালিত। জানলে অবাক হবেন এই মোবাইলে ১৬ গিগাবাইট LPDDR5X RAM এবং ৫১২ গিগাবাইট পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ সাপোর্ট পাওয়া যাবে। এই ফোনটিতে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। অপোর এই মোবাইলের ১০০ ওয়াট সুপার ভুক চার্জারটি ৩০ মিনিটেরও কম সময়ে দ্রুত চার্জ হয়।

অপো,Oppo,আইফোন,iPhone,অপো ফাইন্ড এক্স ৭ আল্ট্রা,OPPO Find X7 Ultra,স্মার্টফোন,Smartphone,প্রযুক্তি,Technology,মোবাইল,Mobile,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

নতুন অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম

অপোর এই প্রিমিয়াম স্মার্টফোনটিতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস), ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল থ্রিএক্স টেলিফটো লেন্স, ৫০ মেগাপিক্সেলের ৬এক্স পেরিস্কোপ টেলিস্কোপ লেন্স এবং পেছনে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৯০০ সেন্সর সহ কোয়াড ক্যামেরা সেটআপ। এছাড়া ফাইন্ড এক্স৭ আল্ট্রা ফোনটিটিতে আছে অপো কালার অপারেটিং সিস্টেমভিত্তিক সম্পূর্ণ নতুন অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম। এছাড়াও এতে আছে এনএফসি, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪ সহ  আরও অনেক ফিচার্স।

আরও পড়ুন: প্রতিদিন ১ লাখ টাকা রোজগার করতে চান? এই ব্যবসাগুলো করলে রোজ কামাবেন লাখ টাকা

অপো,Oppo,আইফোন,iPhone,অপো ফাইন্ড এক্স ৭ আল্ট্রা,OPPO Find X7 Ultra,স্মার্টফোন,Smartphone,প্রযুক্তি,Technology,মোবাইল,Mobile,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

অপো ফাইন্ড এক্স ৭ আল্ট্রা ফোনটিতে কালার অপশন থাকবে পাইন শ্যাডো, সিলভার মুন, ওয়াইড সি ও স্কাই কালার। ১২ জিবি RAM/২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এই ফোন কিনতে খরচ হবে প্রায় ৭১,০০০ টাকা, এছাড়া ১৬ জিবি RAM/২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে প্রায় ৭৭,০০০ টাকা এবং আর ১৬ জিবি RAM/৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য খরচটা একটু বেশি, তা প্রায় ৮৩ হাজার টাকা।

Avatar

anita

X