do you know about cool bedsheet

Moumita

গরমে ঠান্ডা হতে চাইলে শুয়ে দেখুন এই চাদরে, না লাগবে এসি, না আসবে মোটা বিদ্যুতের বিল!

গ্রীষ্মের(Summer) দাপটে নাজেহাল অবস্থা সকলের। গরমের চক্করে রাতের ঘুম উড়ে গেছে অনেকের। ফ্যানের হাওয়াতেও যেন আগুন ঝরে পড়ছে। এয়ধ পরিস্থিতিতে খানিকটা সুরাহা দিতে পারে এসি বিছানার চাদর(Cool Bedsheet)। শুনে হয়ত ভাবছেন, এ আবার কী! জেনে অবাক হবেন যে, এই বিশেষ চাদর যেমন আপনাকে দেবে শান্তির ঘুম তেমনই বাঁচাবে বিদ্যুৎ খরচও(Electricity Bill)।

   

এটা তো সকলেই জানেন যে, ভারতের মত দেশে গরমের চেয়েও বড় সমস্যা হল ঘাম। তাপ সহ্য করে নিতে পারলেও চটচটে ঘামে অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতে হয় ভারতীয়দের। এমতাবস্থায় একমাত্র বাঁচাতে পারে এসি। তবে সবার ক্ষেত্রে এসি ব্যবহার করা সম্ভব নয়‌। তবে তার বিকল্প হিসেবে এই এসি চাদর কিন্তু ব্যবহার করতেই পারেন।

আজকাল বাজারে এসেছে শীতল বিছানার চাদর বিক্রি হয়। বিছানার উপর এই চাদরের আস্তরণ পড়তেই বিছানা থেকে বেরিয়ে আসে ঠান্ডা বাতাস। এতে যেমন শান্তির ঘুম হবে তেমন খুব কম বিদ্যুৎ খরচও হয়। এবং এতে কোনরকম শব্দও নেই। বাজারের আর পাঁচটা সাধারণ চাদরের মতোই অতি সাধারণ দেখতে এই এসি চাদর।

এখন প্রশ্ন আসবে, কীভাবে কাজ করে এই চাদর? তাহলে বলে দিই, এই চাদরে রয়েছে এক ধরনের জেল। যা চাদরটিকে ঠান্ডা করে দেয়। এর উপর দিয়ে হাওয়া খেলে গেলেই সেই হাওয়াও ঠান্ডা হয়ে যায়। চাদরের কথা বললে, এর এক প্রান্তে একটি কুলিং ফ্যান লাগানো থাকে। এই ফ্যানের মাধ্যমে ঠান্ডা হাওয়া বইতে থাকে। তবে এতটাই ধীরে বড় যে কেবল ঠান্ডা অনুভূতিই হয় কেবল।

পাশাপাশি এই পাখার গতিবেগ কন্ট্রোল করার জন্য বক্সও দেওয়া থাকে এবং গরম বাতাস বের করার জন্য একটি নল-ও দেওয়া থাকে। এই রকম একটা প্রোডাক্টের দাম শুনলে অবাক হয়ে যাবেন। চাদরে লাগানো এই ফ্যানটির জন্য মাত্র ৪.৫ ওয়াট শক্তি খরচ হয়। এক সপ্তাহ চালালে খরচ হবে এক ইউনিটেরও কম। এতে একটি টাইমার আছে, যা একটানা ২, ৩ বা ৪ ঘন্টা ব্যবহার করা যায়।

কোথায় পাওয়া যাবে : এইমুহুর্তে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই কিনতে পাওয়া যায় এই চাদর। দাম হয় ১৫০০ থেকে ২০০০-র মধ্যে। তাই দেরি না করে আজই খোঁজ নিন।
সতর্কতা : উন্নত প্রযুক্তি লাগানো থাকায় এই চাদর পরিষ্কার করাটা একটু সমস্যার। হুটহাট কেচে ফেলা যায়না। জল পেলে ইলেকট্রনিক যন্ত্রপাতির ক্ষতি হতে পারে। তাই নোংরা হলে শুকনো কাপড় বা ভেজা কাপড় দিয়ে খুব সাবধানে পরিষ্কার করতে হবে।