Arijit

কোহলি-রোহিত নন, এই ভারতীয় ব্যাটারের ভয়ে রাতের ঘুম উড়েছে পাক ব্যাটিং কোচের

আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। আর এই ভারত- পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় ব্যাটিং নিয়ে বেশ ভয়েই রয়েছেন পাকিস্তানের ব্যাটিং পরামর্শদাতা ম্যাথু হেডেন।

   

এই ভারতীয় ক্রিকেট দলের খেলা দীর্ঘদিন ধরে দেখছেন ম্যাথু হেডেন। ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স সামনে থেকে দেখেছেন তিনি। আর তাই ভারতীয় ব্যাটিং লাইনআপ নিয়ে বেশ চিন্তায় রয়েছেন তিনি। তবে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা নই, ম্যাথু হেডেনের চিন্তার কারণ ভারতীয় ব্যাটার লোকেশ রাহুল।

হেডেন বলেন, “রাহুলকে ছোটবেলা থেকে দেখছি। ওকে ব্যাটসম্যান হিসেবে তৈরী হতে দেখেছি। আমি জানি ও কতটা ভয়ঙ্কর ব্যাটিং করতে পারে। ক্রিকেটের প্রতি ওর একটা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। যেকোন মুহূর্তে বিপক্ষের বোলিং ধ্বংস করার ক্ষমতা আছে ওর। পাকিস্তানের জন্য খুব বড় ভয়ের কারণ হতে চলেছে।”