ফের জম্মু সীমান্তে ড্রোন, গুলি করে পাকিস্তান ফেরত পাঠাল বিএসএফ

জুন মাসে ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটিতে ড্রোন দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে হামলার ছক কষেছিল পাকিস্তান। তবে তারা সফল হয়নি। পাকিস্তানের ড্রোন হামলায় শুধুমাত্র দু’জন জাওয়ান আহত হয়েছিল। তারপর থেকে বেশ সতর্ক ছিল ভারতীয় জওয়ানরা।

মঙ্গলবার রাত দশটা নাগাদ জম্মুর আন্তর্জাতিক সীমান্তে ফের ড্রোন উড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গে ড্রোন লক্ষ্য করে গুলি চালাতে থাকে বর্ডার সিকিউরিটি ফোর্স এর জাওয়ানরা। তারপরই পাকিস্তানের দিকে ফিরে যায় সেই ড্রোনটি।

এক বিবৃতিতে এই বিষয়ে বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে, “মঙ্গলবার রাত 9 টা বেজে 52 মিনিট নাগাদ আর্নিয়া সেক্টরে একটি লাল আলো দেখতে পাই বিএসএফ জাওয়ানরা। আলোটি একবার জ্বলছিল, একবার নিভছিল। সঙ্গে সঙ্গে সেই আলো লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালাতে শুরু করে জাওয়ানরা। তারপরই ড্রোনটি ফিরে যায় পাকিস্তানের দিকে।” পুরো ঘটনার তদন্ত করেছে বিএসএফ। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

Avatar

Koushik Dutta

X