pakistani-actor-javed-sheikh-charged-only-1-rupee-for shah rukh khan-mm

মাত্র ১ টাকার বিনিময়ে এই পাকিস্তানি অভিনেতাকে কিনেছিলেন শাহরুখ খান! কারণ জানলে অবাক হবেন

সাল ২০০৭-এ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ওম শান্তি ওম’ (Om Shanti Om) ছিল ফারহা খান পরিচালিত অন্যতম ব্লকব্লাস্টার মুভি‌। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করেছিলেন বর্তামান দিনের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। শাহরুখের (Shahrukh Khan) বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। সেইসময় ব্যপক জনপ্রিয়তা পেয়েছিল এই জুটি। মুখ্য চরিত্রের পাশাপাশি দারুন জনপ্রিয়তা পেয়েছিল পার্শ্বচরিত্র গুলিও।

যারা ছবিটি দেখেছেন তারা তো জানেনই যে, ফিল্মের নায়ক নায়িকার পুনর্জন্ম ও প্রেমের মোড়কে বোনা হয়েছিল ধারাবাহিকের গল্প। উল্লেখ্য, সিনেমাতে শাহরুখ খানের দ্বিতীয় জন্ম অর্থাৎ ওম কাপুরের বাবার চরিত্র পালন করেছিলেন পাকিস্তানি অভিনেতা জাভেদ শেখ (Pakistani Actor Javed Sheikh)। অনেকেই হয়ত জানেননা যে, এই ছবিতে কাজ করার জন্য মাত্র ১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি।

শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এমতাবস্থায় অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে, মাত্র ১ টাকা তিনি কেন নিয়েছিলেন! আসলে এর পেছনেও রয়েছে একটি বড় রহস্য। এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “তার ম্যানেজার আমার কাছে এসেছিল চুক্তিপত্রে সই করাতে। তখন তিনি আমায় প্রশ্ন করেন, আমার পারিশ্রমিক কত হবে? আমি স্পষ্ট বলি, আমি পারিশ্রমিক নেব না।”

অভিনেতার আরো সংযোজন, “আমার মনে হয়েছিল এমন একটা ছবিতে শাহরুখের বাবার ভূমিকায় অভিনয় করাটাই সম্মানের ব্যাপার। ভারতে এত যোগ্য অভিনেতারা রয়েছেন কিন্তু তারা আমাকে বেছে ছিলেন এই চরিত্রের জন্য। যে কেউ এই চরিত্রটা করতে এক কথায় রাজি হয়ে যেতেন। শাহরুখ-ফারহা যে আমাকে চেয়েছিলেন এটাই সম্মানের ব্যাপার। তাই আমি টাকা নিতে পারিনি।”

তবে শেষমেশ অনেক জোরাজুরিতে তিনি ১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। প্রসঙ্গত, ‘ওম শান্তি ওম’ ছাড়াও আরো একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি। উদাহরণস্বরূপ ২০০৬ সালে শিরীষ কুন্দর প্রথম ছবি ‘জান-এ-মন’-এ প্রীতি জিন্টার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও তাকে দেখা গেছে নমস্তে লন্ডন,জন্নত, মাই নেম ইজ অ্যান্থনি গনসালভেস,তামাশার মত ছবিতে।

Avatar

Moumita

X