Arijit

বিরাটকে পিছনে ফেলে ফের শীর্ষস্থান দখল করল এই পাকিস্তানী ব্যাটসম্যান

ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে 3-0 ফলাফলে হেরে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে পাকিস্তান হারলেও শেষ ওয়ানডে ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করে আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে নিজের জায়গা ধরে রেখেছে পাক অধিনায়ক বাবর আজম।

   

ভারত অধিনায়ক বিরাট কোহলিকে পিছনে ফেলে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলো বাবর আজম। দু-নম্বরেই থাকতে হল বিরাট কোহলিকে। বিরাট কোহলির থেকে 16 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বাবর। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি ওয়ানডে ম্যাচে বাবর ফ্লপ খেলেও শেষ ওয়ানডে ম্যাচ দুর্দান্ত 158 রানের ইনিংস খেলেন বাবর। যার জেরে র্যাঙ্কিংয়ে আরও 6 পয়েন্ট যুক্ত হয় বাবরের।

873 পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে বাবর আজম। 857 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বিরাট এবং 825 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রোহিত শর্মা। 737 পয়েন্ট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।