ফের সৌদি আরবের কাছে হাত পেতে ভিক্ষা নিল কাঙাল পাকিস্তান, মুখ পুড়ল ইমরান খানের

আরো একবার প্রতিবেশী দেশের কাছে মাথা নিচু করতে হল পাকিস্তানকে। বর্তমানে পাকিস্তান আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, দেশের দ্রব্যমূল্য এতটাই বৃদ্ধি পেয়েছে যে অর্থনীতি ভেঙে পড়েছে দেশের। বিদেশি মুদ্রা ভান্ডার প্রায় খালি বললেই চলে। ঠিক এই সময় দেশকে রক্ষা করার জন্য ইমরান খান আরো একবার হাত পাতলেন সৌদি আরবের কাছে। পাকিস্তানের অবস্থা দেখে সৌদি আরব আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছেন।

সংবাদমাধ্যম থেকে পাওয়া সূত্র অনুযায়ী, সৌদি আরবের ফান্ড ফর ডেভেলপমেন্ট এর তরফ থেকে ঘোষণা করা হয়েছে পাকিস্তানকে ৩ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে সাহায্য করবেন তারা। পাকিস্তানের বিদেশি মুদ্রা ভান্ডারে অভাব পূর্ণ করার জন্য এই ঘোষণা করেছে সৌদি আরব। সৌদি আরবের তরফ থেকে পাকিস্তানকে চলতি বছরে তেলের বাণিজ্য বাবদ দেওয়া হবে ১.২ বিলিয়ন ডলার।

পাকিস্তানের সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী আর বিদ্যুৎ মন্ত্রী আহমেদ আজাহার সৌদির থেকে পাওয়া এই সাহায্যের কথা স্বীকার করেছেন। দেশের অর্থনৈতিক ব্যবস্থা ঠিক করার জন্য ২৩ অক্টোবর সৌদি আরবে গিয়েছিলেন ইমরান খান। সেখানে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুলাজিজ আল সৌদর সাথে সাক্ষাৎকার করেন তিনি। অংশগ্রহণ করেছিলেন সৌদি আরবের রাজধানী রিয়াদে মিডিল ইস্ট গ্রীন ইনিশিয়েটিভ সম্মেলনে।

ইমরান খানের এই সফরে শেষ হবার আগেই সৌদি আরব ঘোষণা করে সকলকে জানিয়ে দেন সাহায্যের কথা। এর আগে কাশ্মীর ইস্যুতে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে ফাটল ধরা পড়েছিল। আপাতত সেই সমস্ত মনমালিন্য মুছে গিয়ে আরো একবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো দুই দেশের মধ্যে।

Papiya Paul

X