বাংলা সিরিয়াল (Bengali Serial) মানে সংসারিক কুটকাচালি এবং পরকীয়ার গল্প। একই ধরনের গল্প দেখে বোরিং হয়ে উঠছেন দর্শকরা। আর সে কারণে বেশ কিছু ধারাবাহিকে দেখা যাচ্ছে নতুনত্বের ছোঁয়া। এই কনসেপ্ট থেকে একেবারে অন্যরকম পথে হাঁটার চেষ্টা করেছেন স্টার জলসার (Star Jalsa) ‘পঞ্চমী’ (Panchami) সিরিয়ালের নির্মাতারা।
নিত্যদিন যারা এই সিরিয়াল দেখেন তারা খুব ভালো করেই জানেন যে, শুরু থেকেই নাগ নাগিনীর গল্প দেখানো হয়েছে এই ধারাবাহিকে। ঘটে চলেছে একের পর এক অলৌকিক কান্ড কারখানা। নাম চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী সুস্মিতা দে এবং তাঁর বিপরীতে রয়েছেন টলিউড অভিনেতা রাজদীপ গুপ্ত।
অন্যান্য সিরিয়ালের সঙ্গে এই সিরিয়ালের কোন মিল নেই। নাগ নাগিনীর অলৌকিক কাহিনী এখানে মূল প্রাধান্য পেয়েছে। আর তাই অল্প কিছুদিনের মধ্যেই এই সিরিয়াল পৌঁছে গেছে জনপ্রিয়তার শীর্ষে। ভিন্ন স্বাদের এই সিরিয়াল দেখতে পছন্দ করছেন দর্শকেরাও। নায়িকার লুক থেকে শুরু করে গ্রাফিক্স সবটাই মনে ধরেছে দর্শকদের।
উল্লেখ্য, এই সিরিয়ালে নায়িকা পঞ্চমী নাগিন অথচ তার স্বামী কিঞ্জল কিন্তু মানুষ। ধারাবাহিকে পঞ্চমীকে মারার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কালনাগিনী তন্দ্রা এবং তান্ত্রিক। তবে বরাবর তার প্রাণ রক্ষা করছেন স্বয়ং বাবা নীলকন্ঠ অর্থাৎ দেবাদিদেব মহাদেব। তিনি বরাবর আগলে রেখেছেন তাকে।
আর সে কারণেই জন্মের পর থেকে নীলকণ্ঠের আশীর্বাদ রয়েছে তার মাথার ওপর। মাঝেমধ্যেই পঞ্চমীও বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটিয়ে ফেলেন। এই ধারাবাহিকে নীলুর চরিত্রে অভিনয় করছেন একটি পুঁচকে। এমনিতেই স্টার জলসার পর্যায় বেশ কিছু সিরিয়ালে শিশু শিল্পীদের দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে অনুরাগের ছোঁয়ার সোনা রুপা। তবে কোন অংশে কিন্তু পিছিয়ে নেই পঞ্চমী ধারাবাহিকের নীলু। এই শিশু শিল্পীর অভিনয় মনে ধরেছে দর্শকদের। আর সে কারণেই সকলেই ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাকে।