বিনোদন,বলিউড,বলিউড গসিপ,জিতেন্দ্র কুমার,পঞ্চায়েত,ওয়েব সিরিজ,সম্পত্তির পরিমাণ Entertainment,Bollywood,Bollywood Gossip,Jitendra Kumar,Panchayet,Web Series,Property

ইঞ্জিনিয়ার থেকে পঞ্চায়েতের সচিব! পর্দায় ২০ হাজার টাকা মাইনে হলেও বাস্তবে কত কামাচ্ছেন অভিনেতা?

সিনেমার পাশাপাশি এখন ওয়েব সিরিজের(Web Series) গুরুত্ব অনেক বেড়েছে। এমন কিছু ওয়েব সিরিজ রয়েছে যেগুলো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শকেরা। একটা সিজন শেষ হবার পর নতুন সিজন আসার জন্য মুখিয়ে থাকেন তারা। এমনই এক ওয়েব সিরিজ হল ‘পঞ্চায়েত'(Panchayat)। উত্তরপ্রদেশের(Uttar Pradesh) এক গ্রাম ফুলেরা, সেখানে গ্রাম্য জীবনের সুন্দর পটভূমি, গ্রাম্য মানুষের নানারকম কাহিনী, পঞ্চায়েত প্রধান ও শহরের মেধাবী ছেলের সচিব হয়ে আসার কাহিনী নিয়ে গড়ে উঠেছে এই ওয়েব সিরিজের গল্প।

প্রথম সিজেন অসাধারণ সাফল্যের পর সদ্য মুক্তি পেয়েছে দ্বিতীয় সিজন। আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত ২’, এই সিরিজ মুক্তির দিন ঠিক করা হয়েছিল ২০ মে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুক্তির দুদিন আগেই টেলিগ্রাম ও অন্যান্য পাইরেটেড ওয়েবসাইটে ফাঁস হয়ে যায়। যার ফলে তড়িঘড়ি সিরিজ মুক্তি দিতে বাধ্য হন নির্মাতারা। এই ওয়েব সিরিজও সুন্দরভাবে সার্থক করে তুলতে সক্ষম হয়েছেন পরিচালক।

সোশ্যাল মিডিয়ায় একের পর এক সুন্দর রিভিউ দিয়েছেন নেটিজেনরা। এই সিরিজে পঞ্চায়েত সচিবর ভূমিকাতে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার(Jitendra Kumar) ওরফে জিতু ভাইয়া। অন্যান্য চরিত্রগুলোর মত তার চরিত্র বেশ প্রশংসিত হয়েছে দর্শকের কাছে। এই সিরিজে পরিচালক সচিব জির মাইনে মাত্র ২০ হাজার টাকা সেটাও প্রকাশ্যে এনেছেন। কিভাবে একজন মেধাবী ছাত্র এরকম প্রত্যন্ত গ্রামে এসে চাকরি করছেন সেই কাহিনী ফুটে উঠেছে সে নিজের প্রত্যেক ভাগে।

তবে বাস্তবে অভিনেতা এতদিনে ঠিক কতটা উপার্জন করতে সক্ষম হয়েছেন কিংবা তার সম্পত্তির পরিমাণ ঠিক কতটা এই নিয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করব। আইআইটি খড়গপুরের ছাত্র হলেন জিতেন্দ্র। সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। কিন্তু তার ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করতে একদম ভালো লাগতো না, বরং অভিনেতা হওয়ার ইচ্ছে ছিল তার।

বিনোদন,বলিউড,বলিউড গসিপ,জিতেন্দ্র কুমার,পঞ্চায়েত,ওয়েব সিরিজ,সম্পত্তির পরিমাণ Entertainment,Bollywood,Bollywood Gossip,Jitendra Kumar,Panchayet,Web Series,Property

একটি সাক্ষাৎকারে জিতু জানিয়েছেন যে তিনি একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন। কিন্তু ভালো র‍্যাঙ্ক পাননি, তাই সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন। সেখানেই পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলেন তিনি। অভিনেতা এটাও বলেন যে আপনি যদি আপনার ইঞ্জিনিয়ারিং এর পড়া ভালো না বাসেন তবে ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন না। এরপর অভিনয় জগতে পা দিয়ে অল্প অল্প করে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন অভিনেতা।

এরপরে TVF-এর কোটা ফ্যাক্টরিতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে তার জনপ্রিয়তা বেড়ে যায়। এরপর তিনি বলিউডে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ ছবিতে অভিনয় করেন। আর পঞ্চায়েত সিরিজে কাজ করে তার জনপ্রিয়তা যে অনেকটাই বেড়ে গিয়েছে তা বলাই বাহুল্য। এখন লোকের মুখে মুখে সচবজির কথা।

বিনোদন,বলিউড,বলিউড গসিপ,জিতেন্দ্র কুমার,পঞ্চায়েত,ওয়েব সিরিজ,সম্পত্তির পরিমাণ Entertainment,Bollywood,Bollywood Gossip,Jitendra Kumar,Panchayet,Web Series,Property

জানা গিয়েছে, এই ছবি ও সিরিজে অভিনয় করে বর্তমানে তার সম্পত্তির পরিমাণ মাত্র ৭ কোটি টাকা। প্রত্যেকটি ওয়েব সিরিজের জন্য এখন জিতেন্দ্র পারিশ্রমিক হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন বলেও জানা গেছে। অর্থাৎ সদ্য অভিনেতা এখন নিজেকে প্রতিষ্ঠিত করে তোলার লড়াই চালাচ্ছেন। আগামী দিনে তিনি যে বেশ ভালো জায়গায় পৌঁছাবেন সেটা তার অভিনয়গুণ দেখলেই বোঝা যায়।

Avatar

Papiya Paul

X