৩ বছর পর পর্দায় কামব্যাক করছে জি বাংলার জনপ্রিয় জুটি! আনন্দে আত্মহারা ভক্তরা

নিউজশর্ট ডেস্কঃ সিরিয়াল(Bengali Serial) শেষ হয়ে গেলেও অনেক সময় নায়ক-নায়িকাদের জনপ্রিয়তা এতটুকুও কমে না। বেশ কিছু জুটি থাকে যাদের ভীষণ পছন্দ করেন দর্শকেরা। টেলিভিশনের পর্দায় বারবার তাদেরকে ফিরে পেতে চান ভক্তরা। এমনই এক জুটি হলো জি বাংলার(Zee Bangla) ‘পান্ডব গোয়েন্দা'(Pandob Goenda) ধারাবাহিকের বিলু ও বিচ্চুর জুটি। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের গোয়েন্দা উপন্যাসের এই সিরিজ পাঠকদের প্রিয়।

আর এই রহস্য গল্পগুলোই যখন সিরিয়াল হিসেবে পর্দায় উপস্থাপন করেছিল জি বাংলা। তখন সেটাও দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছিল। পান্ডব গোয়েন্দা মানে বাবলু, বিলু, বাচ্চু, বিচ্ছু আর ভোম্বলের জুটি। এই সিরিজে বাবলু এবং বাচ্চু, আর বিলু ও বিচ্চুর জুটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। এখানে বিলুর চরিত্রে অভিনয় করেন ঋষভ চক্রবর্তী(Rishav Chakraborty)। বিচ্চুর চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীতমা মিত্র(Shritama Mitra)

এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর তাদের একসঙ্গে আবার পর্দায় দেখার জন্য অপেক্ষা করেছিলেন দর্শকেরা। কিন্তু কয়েক বছর পেরিয়ে গেলেও দর্শকদের এই মনের ইচ্ছে পূরণ হয়নি। এখনো এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন তাদের অসংখ্য ভক্তরা। অবশেষে ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটলো। জানা গিয়েছে এই জুটি খুব শীঘ্রই আবার একসঙ্গে ফিরবেন।

সোশ্যাল মিডিয়াতে একটি বড় সুখবরও দিয়েছেন তারা। নতুন একটি প্রোজেক্টে এই দুজনকে একসাথে দেখা যাবে। আর এই খবর পেয়ে খুশি হয়েছেন দর্শকেরা। তাদের দুজনের একটি মিউজিক ভিডিও খুব শীঘ্রই বের হবে। যেখানে তারা জুটি হিসেবে কাজ করেছেন। আর এই খবর প্রকাশে আসা মাত্রই সোশ্যাল মিডিয়াতে বহু নেটিজেন কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, ‘ফাইনালি অনেকদিন পর ‘শ্রীসভ’কে একসঙ্গে দেখতে পাব।’

আবার কেউ লিখেছেন, ‘বেস্ট কাপল তোমরা।’ এই মুহূর্তে জি বাংলার খেলনা বাড়ি এবং নিম ফুলের মধু সিরিয়ালে অভিনয় করছেন ঋষভ। আর অন্যদিকে মন দিতে চাই সিরিয়ালে কাজ করছেন শ্রীতমা। একসঙ্গে কোন সিরিয়ালে দেখতে না পাওয়া গেলেও ভিডিও প্রোজেক্টের দুজনকে একসঙ্গে দেখতে পাবার আনন্দে আত্মহারা দর্শকেরা।

Papiya Paul

X