বলিউডে(Bollywood) তাঁর জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে। যে কোনো চরিত্রে অভিনয় করে খুব সহজেই সাধারণ মানুষের মন জিতে নেন এই অভিনেতা। একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। তিনি পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)।
১৯৭৬ সালের ৫ই সেপ্টেম্বর বিহারের গোপালগঞ্জ জেলায় বেলসান্দ গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ হয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর। বড় হওয়ার সাথে সাথে অভিনয়ের দিকে আকৃষ্ট হয়ে ওঠেন তিনি। তবে দুঃস্থ পরিবারে জন্ম হওয়ার কারণে বহু সমস্যায় পড়েন তিনি।
অভিনেতার বাবা চেয়েছিলেন বড় হয়ে তিনি হবেন চিকিৎসক। বাবার স্বপ্ন পূরণ করতে দুবার প্রবেশিকা পরীক্ষাতেও বসেন এই অভিনেতা। কিন্তু পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি। এরপর তিনি ভর্তি হন ন্যাশানাল স্কুল অফ ড্রামা স্কুলে। সেখানেই অভিনয়ের প্রশিক্ষণ নেন পঙ্কজ ত্রিপাঠি।
সে সময় মঞ্চে অভিনয় করতেন এই অভিনেতা। হোটেল ম্যানেজমেন্টের কোর্স শেষ করার পর হোটেলে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করেছেন এই অভিনেতা। দিনের বেলা করতেন থিয়েটারের কাজ এবং রাতে করতেন হোটেলের ডিউটি। এমনকি পকেট মানির জন্য রান্না ঘর পরিষ্কারের কাজ করেছেন অভিনেতা।