সময় লাগলেও বলিউডে এসে নিজের জায়গা পাকাপোক্ত করতে পেরেছেন এই অভিনেত্রী। তিনি হলেন ‘পিগি চপস’ এর বোন, পরিনীতি চোপড়া। যদিও নিজের পরিচয় নিজেই করতে সক্ষম হয়েছেন তিনি। এবার এক রিয়েলিটি শো এর মঞ্চে এসে হাউ হাউ করে কেঁদে ফেললেন পরিনীতি। কিন্তু কেন এমনটা হল?
‘হুনারবাজ’ নামক এক রিয়েলিটি শো-এর বিচারকের আসনে দেখা যেতে চলেছে পরিণীতিকে। তারসাথেই বিচারকের আসনে থাকবেন মিঠুন চক্রবর্তী ও করণ জোহর। এই শো-তেই এক প্রতিযোগীর দুঃখের কাহিনী শুনে নিজেকে আর ধরে রাখতে পারেননি অভিনেত্রী। ওই প্রতিযোগী জানিয়েছেন, মুম্বইয়ে এসে কোনো থাকার জায়গা ছিল না তাঁর। এমনকি গাছের নিচে বসেই দিন কাটাতেন।
আর খাবার জন্য অন্যের উপরেও নির্ভর করতে হত তাঁকে। কেউ হয়তো খাবার নিয়ে আসবে বা খাবারের জন্য পয়সা দেবে। যদিও এমনটা হতো না। এই প্রতিযোগীর নাচ দেখে মুগ্ধ হন অভিনেত্রী। এমনকি তিনি বলেন,”যারা মন থেকে খাঁটি, তাদের কষ্ট হলে নিজের খুব কষ্ট হয়।” পরিণীতির কান্না দেখে করণ জোহরের মুখে চোখে কষ্ট ফুটে উঠেছে। তিনি অভিনেত্রীকে সান্ত্বনা দেবার চেষ্টা করছেন।
View this post on Instagram
এই শো-এ সঞ্চালক হিসাবে দেখা যাবে, ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়াকে। মিঠুন চক্রবর্তী, করণ জোহর এর আগে বিচারকের ভূমিকায় জায়গায় দেখা গেলেও এই প্রথম টিভিতে ডেবিউ করতে চলেছেন পরিণীতি। কয়েকদিন আগেই এই শো নিয়ে একটি প্রোমো শেয়ার করেন করণ।