Park Near Kolkata You Can Visit with Loved One and enjoy Quality Time for Just Rs 10

পুজোয় প্রেম জমে ক্ষীর! প্রিয়জনের সাথে ঘুরে আসুন কলকাতার কাছের পার্ক থেকে, এন্ট্রি মাত্র ১০ টাকা

পার্থ মান্নাঃ পুজোর সময় প্রিয় মানুষটার সাথে ঘুরতে যাওয়ার জন্য জায়গার সন্ধান খুঁজছেন? যেখানে নিশ্চিন্তে কিছুটা কোয়ালিটি টাইম কাটানো যাবে। দুজনে পাশাপাশি বসে মনের কথার আদানপ্রদান করা যাবে। চিন্তা নেই, আজ এমনই এক দুর্দান্ত সুন্দর পার্কার সন্ধান রইল প্রেমিক দম্পতিদের জন্য। অবশ্য চাইলে ফ্যামিলি নিয়েও এই পার্কে আসা যেতেই পারে। গঙ্গার পাড়ে অবস্থিত এই পার্ক ছোট থেকে বড় সকলের ভালো লাগবেই!

পুজোয় লাভ বার্ডসদের জন্য কাপল পার্ক

কলকাতার থেকে খুব বেশি দূরে নয়, কাছেই গঙ্গার পাড়ে রয়েছে এক সুন্দর পার্ক। যেখানে চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে রয়েছে বসার জায়গা। এছাড়া যদি কম বাজেটে পুজোর ফটোশুট করতে চাও তাহলেও এখানে আসা যেতেই পারে। এখন ভাবছেন কোথায় আছে এমন পার্ক? উত্তর হল পূজালি পার্ক। হাওড়া স্টেশন থেকে মাত্র ৩০ কিমি দূরে বজবজে রয়েছে এই পার্কটি।

কিভাবে যাবেন পূজালি পার্ক?

আপনারা যদি পূজালি পার্ক আসতে চান তাহলে হাওড়া থেকে প্রাইভেট গাড়িতে এক থেকে দেড়ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারেন। কিংবা বজবজ পর্যন্ত ট্রেনে এসে তারপর টোটো বা অটো করে পার্কে চলে আসতে পারবেন। এক্ষেত্রে বলে রাখা ভালো পার্কে ঢোকার জন্য টিকিট লাগবে যেটা মাত্র ১০ টাকা।

পূজালি পার্কে কি কি আছে?

আগেই বলেছি গঙ্গার পাড়ে তৈরী হয়েছে এই পার্কটি। তাই গঙ্গার ধারে বসে মুক্ত বাতাস খাওয়ার জন্য একাধিক বসার জায়গা রয়েছে, আছে কাপল জোনও। এছাড়াও বাচ্চাদের খেলার জায়গা থেকে শুরু করে গোটা পার্ক জুড়ে দোলনা, নানান স্ট্যাচু থেকে বিভিন্ন গাছের ডেকোরেশন রয়েছে।

Pujali Park or Netaji Picnic Park

পূজালি পার্কটিকে অনেকেই নেতাজি পার্ক নামেও চেনেন। এখানে শীতকালে পিকনিক স্পটও ভাড়া দেওয়া হয়। তাই পুজোর পর হালকা শীত পড়লে ফুল ফ্যামিলি মিলে গঙ্গার পাড়ে একটা চড়ুইভাতি করতে চাইলেও এখানে আসতেই পারেন। এছাড়া থাকার জন্য এখানে রুমেরও ব্যবস্থা আছে। রুমের ভাড়া ১০০০ টাকা থেকে শুরু।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X