Arijit

পিচ রোলার চুরির অভিযোগ উঠলো এই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে, ধুন্ধুমার কান্ড জম্মু ক্রিকেটে

জম্মু-কাশ্মীর ক্রিকেটে ধুমধুমার কান্ড। পিচ রোলার চুরির অভিযোগ উঠল রাজ্যের অন্যতম সেরা ক্রিকেটার পারভেজ রসুলের বিরুদ্ধে। আর এই অভিযোগ আনল খোদ জম্মু-কাশ্মীর ক্রিকেট সংস্থা। জানা গেছে শুধু তার বিরুদ্ধে শুধু অভিযোগই নয় রীতিমতো ই-মেইল পাঠিয়ে জম্মুর ক্রিকেট পারভেজ রসুলকে পিচ রোলার ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জম্মু-কাশ্মীর ক্রিকেট সংস্থার তরফে। যদি ফেরত না দেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে আইননত ব্যবস্থা এমনকি তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। আর এই গোটা ঘটনায় রীতিমত অবাক হয়ে গিয়েছেন পারভেজ রসুল। তিনি স্বপ্নেও ভাবেনি তার বিরুদ্ধে এমন গুরুতর চুরির অভিযোগ উঠতে পারে।

   

জম্মু-কাশ্মীর ক্রিকেট সংস্থাকে পাল্টা ই-মেইল করে তিনি লিখেছেন, ” যে আন্তর্জাতিক ক্রিকেটার জম্মু-কাশ্মীর ক্রিকেটের উন্নতির জন্য সারা জীবনটা দিয়ে দিল। তার প্রতি কি এমন ব্যবহার কাম্য?” গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন তিনি।

ব্যাপারটা নিয়ে হৈচৈ পড়ে যাওয়ার পরই ড্যামেজ কন্ট্রোলে নামে জেকেসিএ। অনিল গুপ্তা নামে এক কর্মী জানিয়েছেন, “জেলা স্তরের প্রত্যেকের ই-মেইল তাদের কাছে না থাকায় তারা শুধুমাত্র পারভেজকেই ই-মেইল পাঠিয়েছে। তার মানে এটা নয় যে পারভেজই পিচ রোলার চুরি করেছে। ব্যাপারটা নিয়ে একটু বেশি জলঘোলা করা হচ্ছে।”