চলতি বছরের সবচেয়ে আলোচিত ছবি হল ‘পাঠান’ (Pathan)। একে তো বলিউড (Bollywood) বাদশা শাহরুখ খানের (Shahrukh Khan) কামব্যাক মুভি, তার উপর বয়কট ট্রেন্ড। দুইয়ে মিলিয়ে চরম হাইপ তৈরি হয়েছে ছবিটি নিয়ে। এমনকি গতকাল ছবি মুক্তি পাওয়ার পর অনেক জায়গাতেই ছিঁড়ে ফেলা হয়েছে পোস্টার। বাতিল হয়েছে বহু শো।
যদিও এতকিছুর মধ্যেও বক্স অফিস কালেকশন ভালোই হয়েছে। এমনকি প্রথম দিনেই শাহরুখের ‘পাঠান’ ভেঙ্গে দিয়েছে বাহুবলী, কেজিএফ চ্যাপ্টার 2 এবং পুষ্পা সিনেমাটির রেকর্ড। তবে IMDb রেটিং কী বলছে? এদিকে মোটের উপর কালেকশনই বা কত?
সূত্রের খবর, প্রথম দিনেই ৫০ কোটির গণ্ডি পেরিয়ে গেছে সিনেমাটি। আবার IMDb রেটিং বক্স অফিস কালেকশনের উল্টোদিকে হাঁটা লাগিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ছবির রেটিং নাকি অত্যন্ত জঘন্য। মাত্র ৬.৮ রেটিং পেয়েছে ছবিটি। জেনে অবাক হবেন যে, একটা বিরাট সংখ্যার মানুষ মাত্র ১ পয়েন্ট রেটিং দিয়েছে ‘পাঠান’কে।
২১,১৩৪ জনের মধ্যে ৪৯.৩% মানুষ ১০ রেটিং দিয়েছেন, ৫.৬% মানুষ দিয়েছেন ৯। ৩৪.৩% মানুষ ছবিটিকে মাত্র ১ রেটিং দিয়েছেন। এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন তো দূর্দান্ত, কিন্তু এই হারে রেটিং কমলে সেই কালেকশনে এফেক্ট পড়বে বলেই আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।
খবর মিলেছে, পাঠান সারাদেশে ৫২.৫০ কোটি টাকা আয় করেছে। নির্মাতাদের আশা প্রথম দুদিনের মধ্যেই ১০০ কোটি পার করে যাবে ছবিটি। এছাড়া সামনেই সপ্তাহান্তে আরো বেশী আয় হবে বলেই আশা ভক্তদের। অনেক জায়গায় এমনও ভবিষ্যদ্বাণী করা হচ্ছে যে, মাত্র ৪ দিনেই ২০০ কোটি পৌঁছাবে ছবিটি।
প্রসঙ্গত, ছবিটির অগ্রিম বুকিংয়েও রেকর্ড গড়েছে বলে দাবী করেন শাহরুখের অনুরাগীরা। যদিও পরে বিভিন্ন তালিকায় তার আসল সত্যটা বেরিয়ে আসে। এখানে বলে রাখি, সিনেমাটির নির্মাণ খরচ প্রায় ৪০০ কোটিরও বেশি। আর সাথে শাহরুখ এবং যশ রাজ ফিল্মসের PR টিম যেভাবে কোটি কোটি টাকা খরচ করেছে ছবিটির প্রমোশনের জন্য, তাতে ব্লকব্লাস্টার তকমা পেতে ছবিটিকে বহুদিন ধরে এমন রেকর্ড আয় করে যেতে হবে।