নিউজ শর্ট ডেস্ক: এখনকার এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে দিনে দিনে বাড়ছে অনলাইন পেমেন্টের (Online Payment) জনপ্রিয়তা। অধিকাংশ মানুষই এখন তাদের মোবাইলে থাকা গুগল পে, ফোন পে (PhonePe) কিংবা পেটিএম (Paytm) অ্যাপের মাধ্যমে অনলাইন পেমেন্ট করে কেনাবেচা করে থাকেন। তবে অনলাইন পেমেন্ট করার সময় অনেকেই বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।
বিশেষ করে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ব্যবসায়ীদের বারবার তাদের মোবাইল চেক করতে হয়, অনলাইন পেমেন্ট হয়েছে কিনা তা জানার জন্য। তাই বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের এই সমস্যা থেকে মুক্তি দিতেই বাজারে এসেছে সাউন্ড বক্স সিস্টেম। এই সাউন্ড বক্সে একটি কিউআর কোড ইন্সটল করা থাকে।
এই কিউআর কোড স্ক্যান করে টাকা পেমেন্ট করার পরেই একটি ভয়েস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় কত টাকা পেমেন্ট করা হয়েছে। এই সাউন্ডবক্স আসার ফলে অনলাইন পেমেন্ট গ্রহণকারী ব্যবসায়ীরা দারুণ উপভোগ করছেন।পেটিএম সাউন্ড বক্সের চাহিদা বরাবরই বেশি। তাই এই চাহিদার কথা মাথায় রেখেই পেটিএম,ফোনপে আর গুগল পে’র তরফ থেকে সাউন্ড বক্স লঞ্চ করা হয়েছে।
যদিও এখন ভারতে ফোন’পেকে কড়া টক্কর দিতে আরও দুটি নতুন সাউন্ড বক্স চালু করেছে পেটিএম। আর এই সাউন্ডবক্সটি ইউপিআই এবং ক্রেডিট কার্ড পেমেন্টের জন্য ব্যবহার করা যাবে। পেটিএম এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা জানিয়েছেন এই প্রোডাক্ট গুলি সম্পূর্ণরূপে ভারতে তৈরি করা হয়েছে। জানা আছে এই সাউন্ড বক্স গুলি নয়ডার কারখানায় তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: একসাথে শুরু করুন এই জোড়া ব্যবসা! নিশ্চিত লাভ তো আছেই, সঙ্গে মিলবে সরকারি সাহায্য
কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, এই সাউন্ড বক্স গুলি নাকি আরো ভালো সাউন্ড কোয়ালিটি এবং ব্যাটারি লাইফ দিয়ে থাকে। এই সাউন্ডবক্স গুলির ভয়েস কোয়ালিটি’ও দারুন। জানা যাচ্ছে এই সাউন্ড বক্স গুলি ইউপিআই এবং ক্রেডিট কার্ড পেমেন্ট গ্রহণ করার জন্য ডিজাইন করা হয়েছে। শুধু তাই নয় এগুলিতে দশ দিনের একটি দীর্ঘ ব্যাটারি লাইফ-ও আছে।
এছাড়াও হাইস্পিড ৪জি নেটওয়ার্ককানেকশন-ও পাওয়া যায়। Paytm-এর মতো,গুগল-ও সাউন্ডপড চালু করেছিল, যার সাহায্যে QR কোড পেমেন্টে সতর্কতা পাওয়া যায়।