নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সংস্থা পেটিএম(Paytm)। বহু মানুষ এই পেটিএম-এর মাধ্যমে আর্থিক লেনদেন করে থাকেন। তবে এবার পেটিএম ব্যবহারকারীদের জন্য রয়েছে একটি খারাপ খবর। আগামী ২৯ শে ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে পেটিএম পেমেন্ট ব্যাংকের পরিষেবা।
বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(Reserve Bank Of India) তরফ থেকে এই নির্দেশ ঘোষণা করা হয়েছে। সেই নির্দেশে স্পষ্ট ভাবে বলা হয়েছে, বেশ কিছু নিয়মভঙ্গের অভিযোগ আছে এই অনলাইন লেনদেনের অ্যাপটির বিরুদ্ধে। আগামী মাস থেকেই এই সংস্থার সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে যাবে।
বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয় যে পেটিএম পেমেন্ট ব্যাংকের সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। কারণ এই সংস্থার বিরুদ্ধে বার বার নিয়ম ভঙ্গের অভিযোগ উঠছে। তৃতীয় সংস্থার অডিটেও বেশ কিছু অসঙ্গতি দেখা দিয়েছে । গত বছর ইতিমধ্যেই জরিমানার মুখে পড়েছিল পেটিএম। এবার সরাসরি শাস্তি পেয়েছে এই আর্থিক লেনদেন সংস্থা।
Action against Paytm Payments Bank Ltd under Section 35A of the Banking Regulation Act, 1949https://t.co/bswaWHSxtk
— ReserveBankOfIndia (@RBI) January 31, 2024
আরও পড়ুন: Paytm: এখন শুধু খরচ নয়! মোটা টাকা রোজগার হবে Paytm থেকেই! রইল ৫ টি সহজ টিপস
এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আরবিআই-এর এই সিদ্ধান্তের ফলে কি সমস্যার মুখে পড়ছেন গ্রাহকেরা? এই বিষয়ে জানা গিয়েছে, টপ আপ বা ফাস্ট ট্যাগের মত পরিষেবা ব্যবহার করতে পারবেন না গ্রাহকেরা। নতুন করে পেটিএম ব্যাংকে একাউন্টও খোলা যাবে না। তবে বর্তমানে একাউন্টে যে টাকা রয়েছে, সেই টাকা গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন।
এই সংস্থার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো চীনের কাছে গ্রাহকদের তথ্য পাচার করছে এই সংস্থা। জানা গিয়েছে, একটি চীনা সংস্থা পরোক্ষভাবে পেটিএম পেমেন্ট ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে। তাই ভারতীয় গ্রাহকদের তথ্য সেই দেশে পাচার করা হচ্ছে। যেটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গাইডলাইনের বিরুদ্ধে। যদিও চীনের সঙ্গে কি তথ্য পাচার করা হয়েছে সে সম্পর্কে জানা যায়নি। তবে এই ঘটনার পরেই এই অ্যাপের পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।