বিসিসিআইয়ের দেখানো পথেই হাঁটছে পাকিস্তান, ক্ষুব্ধ ক্রিকেটাররা

এবার ভারতের দেখানো পথেই হাঁটলো পাকিস্তান। ভারতীয় ক্রিকেট বোর্ড এতদিন পর্যন্ত যেটা করে এসেছে এবার সেটাই করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিসিসিআই এর নিয়ম অনুযায়ী কোন ভারতীয় ক্রিকেটার বিদেশি টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণ করতে পারে না। এবার পাকিস্তানী ক্রিকেটারদের উপরও বিদেশি লিগে খেলার উপর নিষেধাজ্ঞা জারি করল পিসিবি।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার জন্য বাবর আজমদের ছাড়পত্র দিল না পিসিবি। দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহির টি-টোয়েন্টি লিগ নিয়েও অবস্থান স্পষ্ট করেননি পাক ক্রিকেট কর্তারা। বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পাক ক্রিকেটারদের একাংশ।

পিসিবি সূত্রে খবর, পাকিস্তান সুপার লিগকে আরও বড় করতে চাইছেন সে দেশের ক্রিকেট কর্তারা। দক্ষিণ আফ্রিকা, আমিরশাহি নতুন প্রতিযোগিতা যে ভাবে শুরু করছে, তাতে আকর্ষণ হারাতে পারে পিএসএল। কারণ, বেশি টাকা না পেলে বিদেশি ক্রিকেটাররা খেলতে আসবেন না। আবার দেশের সেরা ক্রিকেটাররা না খেললে আপত্তি তুলতে পারে স্পনসররা।

Avatar

Koushik Dutta

X