Personal Loan

Personal Loan: শুধু EMI দিলেই বন্ধ নয়, পার্সোনাল লোন নেওয়ার আগে এই নিয়মগুলি জানুন, নাহলে বিরাট পস্তাবেন

নিউজশর্ট ডেস্কঃ আর্থিক কোনো দরকার পড়লে সাধারণ মানুষ পার্সোনাল লোনের(Personal Loan) ওপর ভরসা করে থাকেন। পার্সোনাল লোনে বর্তমানে সুদের হার ৮.৫৫ শতাংশ থেকে আনুমানিক ৩৬ শতাংশ পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে ঋণগ্রহীতার ক্রেডিট স্কোর, আয় এবং অন্যান্য বিষয়ের ওপর সুদের হার নির্ভর করে থাকে। তবে পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদের হার সবসময় বেশি থাকে।

পার্সোনাল লোন পরিশোধের পদ্ধতি : এখানে ঋণগ্রহীতা পুরো মেয়াদ জুড়ে নিয়মিতভাবে নিজের ঋণ পরিশোধ করতে পারবেন। এই পার্সোনাল লোনের ক্ষেত্রে প্রিক্লোজ করার সুবিধা রয়েছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ঋণ মিটিয়ে দিলেই পার্সোনাল লোন বন্ধ হয়ে যাবে এমন কিন্তু নয়।

আর ঋণ পরিশোধের পর ঋণ বন্ধ করার জন্য বেশ কয়েকটি ধাপ রয়েছে, সেগুলি অবশ্যই জেনে রাখুন-

১) সব ঋণ ইএমআই ক্লোজ করার পর ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে বকেয়া পরিশোধ করা হয়েছে কিনা সেটা ভালোভাবে দেখতে হবে। আবার কোনো কারণে দেরিতে যদি ইএমআই দেওয়া হয়। সেক্ষেত্রে অন্য কোন বকেয়া রয়েছে কিনা সেরকম কিছু দেখতে হবে।
২) সবকিছু ঠিকঠাক থাকলে লোন অ্যাকাউন্ট বন্ধ করতে হবে। এমনিতেই সব ঠিক থাকলে ঋণগ্রহিতাকে মেল দিয়ে ক্লোজার সার্টিফিকেট পাঠানো হয়।

Personal Loan

আরও পড়ুন:  Aadhaar Card: শুধু আধার কার্ড নয়, এই বিশেষ কার্ড আনছে কেন্দ্রীয় সরকার! মিলবে একাধিক সুবিধা

৩) ব্যাংকে যাওয়ার সময় নিজের প্রমাণপত্র, লোন অ্যাকাউন্ট নম্বর এবং টাকা দিতে হলে সামনে চেক রাখতে হবে। লোন অ্যাকাউন্ট বন্ধ করার আগে ব্যাংকে নথি গুলো যাচাই করে দেখতে পারে।
৪) লোন একাউন্ট বন্ধ করার পর ব্যাংক থেকে নন অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। এটি হল ঋণ বন্ধ করার প্রমাণপত্র। যে ঋণগ্রহীতার সম্পূর্ণ লোন পরিশোধ করেছেন তার কোন বকেয়া নেই। এটি অবশ্যই দেখে নিতে হবে।

Avatar

Papiya Paul

X