নিউজ শর্ট ডেস্ক: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘ফুলকি’ (Phulki)। টেলিভিশনের পর্দায় এই সিরিয়ালের বয়স বেশি দিন না হলেও দর্শকমহলে বেড়েই চলেছে এই সিরিয়ালের জনপ্রিয়তা। টিআরপি তালিকার পালা বদলেও যার ছাপ স্পষ্ট। চলতি সপ্তাহেই জনপ্রিয় সব বাংলা সিরিয়াল গুলিকে টেক্কা দিয়ে টিআরপি তালিকায় দুর্দান্ত রেজাল্ট করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফুলকি।
পর্দায় ফুলকির ভূমিকায় রয়েছেন নবাগত অভিনেত্রী দিব্যানি মন্ডল (Divyani Mondal)। আর তার অনস্ক্রিন স্বামী রোহিতের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose)। দর্শকমহলে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে রহিত ফুলকির জুটি।
সিরিয়ালটি যারা শুরু থেকে দেখছেন তারা জানেন হাসিখুশি,প্রাণখোলা, লড়াকু মেয়ে ফুলকির সাথে পরিস্থিতির চাপেই বিয়ে হয়ে গিয়েছিল গোমড়ামুখো রোহিতের। যদিও সময়ের সাথে সাথে ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল তাদের সম্পর্কের সমীকরণ। কিন্তু আচমকাই ছন্দপতন। হঠাৎ করেই একদিন ধূমকেতুর মতো এসে হাজির হয় রোহিতের প্রথম স্ত্রী শালিনী।
এই শালিনী আসতেই দূরত্ব তৈরি হতে শুরু করে রোহিত ফুলকির মধ্যে। সেই পরিস্থিতির সুযোগ নিয়েই রোহিতের জীবন থেকে ফুলকিকে চিরকালের জন্য সরিয়ে ফেলতেই তার চরম ক্ষতি করেছিল শালিনী। যদিও রোহিতের প্রার্থনা আর চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় ফুলকি এখন ধীরে ধীরে সুস্থ হওয়ার মুখে।
সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতে তারই ঝলক দেখা গিয়েছে। তবে কি এবার শারিনীকে কড়া জবাব দিতে নিজেকেই পুরোপুরি পাল্টে ফেলবে ফুলকি? এমনটা কি সত্যিই হতে চলেছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও রোহিতের সাথে একেবারে অন্য মেজাজে দেখা গিয়েছে পর্দার ফুলকিকে।
সেখানে ফুলকির নিজস্ব লুকের চিরাচরিত শাড়ি গয়না ছেড়ে অভিনেত্রীকে দেখা গিয়েছে একেবারে বোল্ড অবতারে। তবে ফুলকির এই ভোলবদল কিন্তু সিরিয়ালে নয় আসলে শুটিংয়ের ফাঁকে সহ অভিনেতা অভিষেক বসুর সাথে একটি গানের রিল ভিডিওতে নাচ করেছিলেন অভিনেত্রী।
View this post on Instagram
সেই ভিডিওতে দেখা যাচ্ছে শাড়ি গয়না নয় পর্দার ফুলকির পরনে রয়েছে কালো রঙের ব্লেজার হট প্যান্ট আর বুট। রোহিতের পরনেও রয়েছে ম্যাচিং করে পরা কালো রঙের শার্ট প্যান্ট।