নিউজশর্ট ডেস্ক: বাংলা টেলিভিশনের(Bengali Serial) এই মুহূর্তের অত্যন্ত জনপ্রিয় মুখ দিব্যানি মন্ডল। এই মুহূর্তে যাকে জি বাংলার ‘ফুলকি'(Phulki) ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই এই ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী। জীবনে বক্সার হওয়ার লড়াইয়ের গল্প নিয়ে এই ধারাবাহিক এগুলোও বাস্তব জীবনে ও খেলাধুলায় অত্যন্ত পারদর্শী ফুলকি। তিনি ক্যারাটেতে ব্ল্যাকবেল্ট পেয়েছেন।
অভিনয় এবং মডেলিং-এর বাইরে ও দিব্যানির একটি আলাদা জগত রয়েছে। যে জগত সম্পর্কে বহু মানুষই জানেন না। দিব্যানি মাত্র ১৫ বছর বয়স থেকেই মাছ মাংস ছুঁয়েও দেখেন না। সম্পূর্ণ নিরামিষ আহার করেন কৃষ্ণভক্ত এই অভিনেত্রী। কৃষ্ণ তার জীবনের প্রিয় বন্ধু। তার বাড়িতে পাঁচটি গোপাল এবং একজন রাধা রয়েছেন। প্রতিদিন কৃষ্ণ-রাধার পূজো হয়।
বাড়ি থেকে কলকাতায় শুটিংয়ে আসার সময় এই কৃষ্ণ রাধার কাঠের মূর্তি সঙ্গে এনেছেন তিনি। সবসময় তাদেরকে নিজের কাছে রাখেন। কৃষ্ণের টানে অভিনয়ও কি ছেড়ে দিতে পারেন ফুলকি? সম্প্রতি এই প্রসঙ্গে টিভি নাইন বাংলাকে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমার কৃষ্ণ একদিকে, অভিনয় অন্যদিকে। ধর্ম আমার জীবনের স্পিরিচুয়াল দিক। অভিনয়কে আমি ভালবাসি। ওটা আমার প্যাশন। আমি কৃষ্ণের ভক্ত বলেই হয়তো অভিনয়কে সঙ্গে নিয়ে এগোতে পারব। কৃষ্ণের নাম জপ করলে মেডিটেট করা যায়। কাজে মনযোগ বাড়ে’।
অভিনেত্রী কিছুদিন আগেই দাদাগিরিতে এসে জানিয়েছেন যে স্কুল এবং কলেজ জীবনে স্পোর্টস নিয়ে ব্যস্ত থাকার জন্য তার খুব একটা বন্ধু হয়নি। বাবা, মা এবং ভাই এরাই জীবনের অন্যতম মানুষ। আর তাদের বাইরে রাধা এবং কৃষ্ণকে সঙ্গী করে নিয়ে চলেন অভিনেত্রী।