নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে প্রতিটি বাংলা সিরিয়ালের (Bengali Serial) ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি। এই টিআরপি (TRP) তালিকায় জায়গা একটু নড়বড়ে হলেই খুবই অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে অধিকাংশ বাংলা সিরিয়াল। এটাই এখনকার বাংলা ধারাবাহিকগুলির নতুন ট্রেন্ড। তাই সে দিক দিয়ে দেখতে গেলে এখনকার দিনে ভালো গল্প কিংবা কাস্টিং এর থেকেও টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) অর্থাৎ টিআরপির ওপরেই ভাগ্য নির্ধারণ করে অধিকাংশ বাংলা সিরিয়ালের।
তাই সারা সপ্তাহ ধরে দর্শকদের পাশাপাশি এই টিআরপি স্কোরের অপেক্ষায় থাকেন বাংলা সিরিয়ালের সমস্ত কলাকুশলী থেকে শুরু করে সিরিয়াল প্রেমী দর্শক প্রত্যেককেই। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও বৃহস্পতিবারই প্রকাশ্যে এলো সাপ্তাহিক টিআরপি তালিকা। যা সামনে আসতেই দেখা গেল আরও একবার ওলট-পালট হয়ে গিয়েছে জনপ্রিয়তার নিরিখে শীর্ষে থাকা বাংলা সিরিয়াল গুলির স্থান।
দর্শকরা জানেন বিগত কয়েক মাস ধরেই এই টিআরপি তালিকায় একচেটিয়া ভাবে রাজ করে চলেছে জি বাংলার সুপার হিট বাংলা সিরিয়াল গুলি। এই তালিকায় রয়েছে ‘জগদ্ধাত্রী’, ‘নিম ফুলের মধু’, ‘ফুলকি’, ‘কোন গোপনে মন ভেসেছে’ কিংবা ‘কার কাছে কই মনের কথা’র মত সিরিয়াল গুলি। তাই সেদিক দিয়ে দেখতে গেলে অনেকটাই পিছিয়ে স্টার জলসার বাংলা সিরিয়ালগুলি।
বিশেষ এই সপ্তাহেও টিআরপি তালিকার প্রথম তিনে জায়গা করে নিয়েছে জি বাংলার তিনটি সুপারহিট মেগা সিরিয়াল। যদিও হাড্ডাহাড্ডি লড়াই শেষে এই সপ্তাহে ৮ পয়েন্ট নিয়ে একেবারে সেরার সেরা হয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে জি বাংলার ‘ফুলকি’ (Phulki)। আর তারপরেই মাত্র ১ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু।
আরও পড়ুন: শেষ পর্যন্ত সূর্যই হবে দীপার নায়ক! ফাঁস হয়ে গেল ‘অনুরাগের ছোঁয়া’র মন ভালো করা পর্ব
তবে সে দিক দিয়ে দেখতে গেলে এই সপ্তাহে খানিকটা আশাহত হয়েছেন জগদ্ধাত্রী সিরিয়ালের অনুরাগীরা। বিগত কয়েক মাস ধরে এই ধারাবাহিক বেঙ্গল টপারের খেতাব নিজেদের দখলে রাখলেও এই সপ্তাহে নম্বর কমে গিয়েছে অনেকটাই। তাই এই সপ্তাহে টিআরপি তালিকায় জগদ্ধাত্রী প্রথম স্থান থেকে নেমে এসেছে একেবারে তৃতীয় স্থানে। এই সপ্তাহে পর্দার জ্যাসের ঝুলিতে উঠেছে ৭.৮।
এরপরেই এই অবশ্য চতুর্থ স্থান দখলে রেখেছে স্টার জলসার ‘গীতা এলএলবি’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৭। আর তারপরেই পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’। এই সপ্তাহে এই ধারাবাহিকের স্কোর হয়েছে ৭। এই সপ্তাহে ৬.২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে স্টার জলসার এককালের বেঙ্গল টপার সিরিয়াল অনুরাগের ছোঁয়া। আসুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা।
প্রথম – ফুলকি ৮.০
দ্বিতীয় – নিম ফুলের মধু ৭.৯
তৃতীয় – জগদ্ধাত্রী ৭.৮
চতুর্থ – গীতা LLB ৭.৭
পঞ্চম – কোন গোপনে মন ভেসেছে ৭.০
ষষ্ঠ – কথা ৬.৯
সপ্তম – কার কাছে কই মনের কথা ৬.৪
অষ্টম – অনুরাগের ছোঁয়া ৬.২
নবম – আলোর কোলে ৫.৭
দশম – জল থই থই ভালোবাসা ৫.২