প্রথম ভারতীয় মহিলা হিসেবে অক্সিজেন ছাড়াই ধৌলাগিরি জয় করলেন বঙ্গ তনয়া পিয়ালি

ফের গোটা বিশ্বের কাছে ভারতের মুখ উজ্জ্বল করলেন এক বাঙালি। অক্সিজেন ছাড়াই ধৌলাগিরি শৃঙ্গ জয় করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বঙ্গ তনয়া পিয়ালী বসাক। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অক্সিজেন ছাড়াই ধৌলাগিরি শৃঙ্গ জয় করে তাক লাগিয়ে দিলেন হুগলির চন্দননগরের মেয়ে পিয়ালী বসাক।

এক এজেন্সির সহায়তায় সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়াই শুক্রবার সকালে 8167 মিটার শৃঙ্গ জয় করেন বাঙালি পর্বতারোহী পিয়ালী। পিয়ালীর সঙ্গে আরও ছয় জন পর্বতারোহী থাকলেও তারা অক্সিজেন এর সহায়তায় ধৌলাগিরি শৃঙ্গ জয় করেছেন। একমাত্র পিয়ালীই অক্সিজেন ছাড়া ধৌলাগিরি শৃঙ্গ জয় করে বিশ্বরেকর্ড গড়লেন।

চন্দননগরের কানাইলাল স্কুলের শিক্ষিকা হিসেবে কাজ করেন পিয়ালী বসাক। শিক্ষকতার পাশাপাশি পর্বত আরোহনে তার ব্যাপক নেশা ছিল। আর সেই নেশা থেকেই এই সাফল্য অর্জন করলেন পিয়ালী বসাক। এর আগে 2018 সালে মানাসুলু শৃঙ্গ জয় করেছিলেন তিনি। তবে মাউন্ট এভারেস্টের খুব কাছে গিয়েও তাকে ফিরে আসতে হয়।

Avatar

Koushik Dutta

X