বলিউড,বিনোদন,গসিপ,রক্ষা বন্ধন,লাল সিং চাড্ডা,অক্ষয় কুমার,আমির খান,বক্স অফিস কালেকশন,Bollywood,Entertainment,Gossip,Box office Collection,Raksha Bandhan,Akshay Kumar,Aamir Khan,Laal Singh Chaddha

Moumita

ফের ফ্লপের ঘরে অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’! হাজার চেষ্টা করেও দর্শকদের মন জিততে ব্যর্থ অভিনেতা

এই বছরেই মার্চ এবং জুনের দিকে মুক্তি পেয়েছিলো অক্ষয়ের দুটি মেগা বাজেটের ছবি। ‘বচ্চন পান্ডে’ এবং ‘সম্রাট পৃথ্বীরাজ’ নিয়ে গগনচুম্বী হাইপ তৈরি করা হলেও কোনো কিছুই কাজে আসেনি। দূর্বল কাস্টিং এবং কমজোরি অভিনয়ের জন্য মুখ থুবড়ে পড়ে ছবিগুলি। এদিকে গতকালই মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত আরো একটি ছবি ‘রক্ষা বন্ধন’।

   

পরপর দুটো ছবি মুখ থুবড়ে পড়ার পর এই ছবিটি নিয়ে বেজায় আশা ছিলো দর্রশকদের। ভাই-বোনের বন্ধনকে কেন্দ্র করে এবং দর্শকের কথা মাথায় রেখে কমেডি, মেলোড্রামা, আবেগের চূড়ান্ত ককটেল দেওয়া হয়েছে এই ছবিতে। তবে আদৌ কি উতরোতে পারল ছবিটি? বক্স অফিস কালেকশন অনুযায়ী সব আশা ব‌্যর্থ করে আবারও বোধহয় ফ্লপের খাতাতেই নাম লেখাতে চলেছে অক্ষয়ের এই ছবিটিও‌।

এমনকি আগের দুটি ছবির চেয়েও কম আয় দিয়েই যাত্রা শুরু করেছে ছবিটি। এদিকে গুজরাটে মোটামুটি আয় করলেও দর্শক টানতে ব্যর্থ হয়েছে মুম্বাই, পুনে, কলকাতা সহ একাধিক বড়ো শহরগুলিতে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘রক্ষা বন্ধন’ ছবির আয় প্রায় ৭.৫-৮ কোটি টাকা। যা আগের দুটি ছবির চেয়েও কম। এর সাথে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ও রিলিজ হয়েছে এইদিন।

দিনশেষে পাওয়া রিপোর্ট অনুযায়ী দুটো ছবির কোনোটাই আশানুরূপ ফল করতে পারেনি। তবে মজার ব্যাপার হলো যেখানে যেখানে ‘লাল সিং চাড্ডা’ একটু ভালো ফল করেছে সেখানে খাতা খুলতে পারেনি ‘রক্ষা বন্ধন’ আবার যেখানে অক্ষয়ের ছবি মোটামুটি লক্ষ্মীর মুখ দেখেছে সেখানে মুখ থুবড়ে পড়েছে আমিরের ছবিটি।

তবে ট্রেড বিশেষজ্ঞদের মতানুসারে, আগামীদিনে ছবির আয় আরো বাড়ে পারে। দেশজুড়ে ‘লাল সিং চাড্ডা’কে যেভাবে বয়কটের ডাক দিয়েছে সবাই তাতে করে এই ছবির আয় নিয়ে সন্দেহ থাকলেও রক্ষা বন্ধন নিয়ে বেশ আশাবাদীই ছিলেন তারা। অন্তত দুই অঙ্কের আয় দিয়ে শুরু হবে বলেই ধারণা ছিলো। তবে শেষ পর্যন্ত তা ঐ ৮ কোটির ঘরেই থেমে যায়।

তবে দুটি ছবির সামগ্রিক তুলনা করলে ‘রক্ষা বন্ধন’ খানিকটা এগিয়েই রয়েছে ‘লাল সিং চাড্ডা’র চেয়ে। আমির অভিনীত এই ছবিটির যেরকম হাইপ তৈরি করা হয়েছিলো তাতে করে বিরাট অঙ্কের ব্যবধান আশা করেছিলেন বিশেষজ্ঞরা। সেই হিসেবে দেখলে বেশ ভালো রকম ধাক্কা খেয়েছে ‘ফরেস্ট গাম্প’ এর রিমেক ছবিটি। প্রথম দিনে দুটি ছবির মোট আয় প্রায় ২০ কোটির মতো। আপাতত আগামী দিনে কী হয় সেটা দেখার অপেক্ষায় রয়েছে সবাই।