Pradhan Mantri Awas Yojana 2024 Name list

সরকারি বাড়ির আবেদন করেছেন? প্রকাশ্যে পিএম আবাস যোজনার নতুন লিস্ট, দেখুন আপনার নাম আছে কিনা?

নিউজশর্ট ডেস্কঃ দেশের মানুষের সুবিধার্থে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছেন। তবে বর্তমানে শহরাঞ্চল হোক কিংবা গ্রামাঞ্চল সব জায়গাতেই আবাসনের চাহিদা রয়েছে অনেকটাই বেশি। এই কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার আবাস যোজনা প্রকল্প (PM Awas Yojana) চালু করেছিল। এই প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার বস্তিতে বসবাসকারী ব্যক্তিদের স্থায়ী বাড়ি বানিয়ে দেওয়ার জন্য আর্থিক সহায়তার সুবিধা দিচ্ছে।

যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করেছেন তারা অনায়াসে এই প্রকল্পের আওতায় নিজস্ব বাড়ি তৈরি করতে পারবেন এমনকি বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার জন্য অল্প সুদে অর্থ সাহায্য পাবেন সরকারের কাছ থেকে। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। সম্প্রতি ২০২৪ সালের প্রধানমন্ত্রী আবাস যোজনার নয়া লিস্ট প্রকাশিত হয়েছে।

আবাস যোজনায় আবেদন করতে কি দরকার?

এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর পরিবারের মোট বার্ষিক আয় ১ লক্ষ ৯০ হাজার টাকার বেশি হওয়া যাবে না। যে আবেদন করবে তার বয়স অবশ্যই ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী যেন পরিবারের প্রধান হয়। অন্য কোন বাসস্থান থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। আবেদনকারীর পরিবারে কেউ সরকারি চাকরি থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না।

PMJJBY Benefits

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনকারী যে অর্থ লাভ করবে তা তাকে দেওয়া হবে বিভিন্ন কিস্তির মাধ্যমে। আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে যাবে।  যদি আবেদনকারীর বাড়ি সমতল জায়গায় হয় তাহলে তিনি পাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং পাহাড়ি ও দুর্গম এলাকায় বাড়ি হলে সেই টাকার পরিমাণ দেওয়া হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা। সর্বদাই বিভিন্ন কিস্তির মাধ্যমে টাকা প্রদান করা হয়ে থাকে।এই প্রকল্পে আবেদন করার শেষ সময়সীমা হল চলতি বছরের ৩১শে ডিসেম্বর।

আরও পড়ুনঃ টাকার দরকারে নো চিন্তা! ৫০,০০০ টাকার লোন দিচ্ছে সরকার, এভাবে করুন আবেদন

কিভাবে আবেদনকারী নিজেদের নাম দেখবে এই তালিকায় আসুন জেনে নিই।

  • ধাপ-1: প্রথমে আপনাকে গুগলে https://pmayg.nic.in/ সার্চ করতে হবে। তারপর home পেজটি খুলে গেলে আপনি নীচে দেওয়া Click Here বিকল্পে ক্লিক করে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • ধাপ-2: হোম পেজে যাওয়ার পর আপনাকে স্টেকহোল্ডার অপশন দেখতে হবে। তারপর তাতে ক্লিক করে আপনি IAY/PMAYG সুবিধাভোগীর বিকল্প পাবেন, তাতে ক্লিক করুন।
  • ধাপ-3: আপনি রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন এবং রেজিস্ট্রেশন নম্বর প্রবেশ করে নতুন তালিকায় আপনার নামটি চেক করতে পারেন।
  • ধাপ-4: অ্যাডভান্সড সার্চ অপশনে ক্লিক করার পর, রাজ্য, জেলা, ব্লক, পঞ্চায়েত, আপনার নাম, অ্যাকাউন্ট নম্বর, বিপিএল নম্বর ইত্যাদি বিকল্পগুলি আপনি দেখতে পাবেন। তারপর সার্চ বিকল্পটি দেখতে পাবেন এবং ক্লিক করে আপনি আপনার তথ্য সার্চ করতে পারেন। এরপর আবাস যোজনাতে নয়া তালিকায় নিজের নাম দেখতে পাবেন।
Avatar

Koushik Dutta

X